লাইফস্টাইল ডেস্ক : যেকোনো বড় উৎসবের আগে জাল নোট বাজারে আসতে শুরু করে। বিশেষত ইদের সময় অনেকেই চকচকে নোট পাওয়ার চেষ্টা করেন। এ সময় জাল নোট অসাধু ব্যবসায়ীরা ধরিয়ে দেয়। ৫০০ ও ১০০০ টাকার নোট জাল হলে অনেকেরই ক্ষতি হয়। জাল নোটের ছড়াছড়ি কমাতে জাল নোট শনাক্ত করার পদ্ধতিগুলো জানা জরুরি। কারণ জাল নোট চেনার চিরচেনা পদ্ধতি অনেকটাই বদলে গেছে। নতুন বছরে জালনোট চেনার জন্য আমাদের এই পরামর্শগুলো অনুসরণ করতে পারেন।
১০০, ৫০০ ও ১০০০ টাকাসহ প্রত্যেক ধরনের নোটের সামনে ও পেছন দুদিকের ডিজাইন, মধ্যভাগের লেখা, নোটের মূল্যমান ও ৭টি সমান্তরাল সরলরেখা উঁচু-নিচু-ভাবে মুদ্রণ করা হয়। এসময় নোটে হাত দিলে খসখসে মনে হয়।
১০০ টাকার ক্ষেত্রে তিনটি, ৫০০ টাকার ক্ষেত্রে ৪টি ও ১০০০ টাকার নোটে ৫টি ছোট বৃত্তাকার ছাপ নোটের ডানদিকে দেখতে পাওয়া যাবে। হাত দিলে নোটের ওই অংশে উঁচু-নিচু লাগে। তবে এই পদ্ধতিতে জাল নোট সহজে শনাক্ত করা কঠিন। অভিজ্ঞরাই পারেন।
জাল নোটের জলছাপ অস্পষ্ট হয়ে থাকে। এমনকি মুদ্রণও ভালো হয় না। আসল নোটে ‘বাঘের মাথা’ ও বাংলাদেশ ব্যাংকের ‘মনোগ্রাম’-এর স্পষ্ট জলছাপ আছে। আলোর বিপরীতে এই জলছাপ ভালোভাবেই দেখা যাবে।
প্রত্যেক মূল্যমানের নোটেই বাংলাদেশ ব্যাংকের লোগো সংবলিত নিরাপত্তা সুতা থাকে। নোটের মূল্যমান ও বাংলাদেশ ব্যাংকের লোগো নিরাপত্তা সুতার ৪টি স্থানে মুদ্রিত থাকে। এ নিরাপত্তা সুতা অনেক মজবুত, যা নোটের কাগজের সঙ্গে এমনভাবে সেঁটে দেওয়া থাকে যে নখের আঁচড়ে বা মুচড়িয়ে সুতা কোনোভাবেই উঠানো সম্ভব নয়। নকল নোটে এত নিখুঁতভাবে সুতাটি দিতে পারে না।
১০০, ৫০০ ও ১০০০ টাকা মূল্যমানের প্রত্যেক প্রকার নোটের ওপরের ডানদিকে কোনায় ইংরেজি সংখ্যায় লেখা নোটের মূল্যমান রং পরিবর্তন করে এমন রঙ দিয়ে মুদ্রণ করা।এজন্য ১০০ ও ১০০০ টাকা মূল্যমানের নোট ধীরে ধীরে নড়াচড়া করলে মূল্যমান লেখাটি সোনালি থেকে সবুজ রং ধারণ করে। একইভাবে ৫০০ লেখা লালচে থেকে সবুজাভ হয়। জাল নোটে অবশ্য চকচকে থাকলেও রঙ বদলানোর মতো কিছু থাকে না।
সব ধরনের নোটেই বঙ্গবন্ধুর প্রতিকৃতি, বাংলাদেশ ব্যাংকের মনোগ্রাম ও নোটের মূল্যমান জলছাপ হিসেবে মুদ্রিত রাখা হয়। বাংলাদেশ ব্যাংকের
মনোগ্রাম ও নোটের মূল্যমান প্রতিকৃতির তুলনায় উজ্জ্বল দেখায়। নকল নোটে এমন কিছুই দেখা যাবে না।
বিভিন্ন ব্রান্ডের জাল নোট শনাক্তকারী মেশিন আছে। সবচেয়ে সহজ পদ্ধতি হলো ম্যাগনিফাইং গ্লাস দিয়ে জাল নোট সহজেই পরীক্ষা করা যায়। নকল নোট ম্যাগনিফাইং গ্লাস দিয়ে দেখলে শুধু একটা রেখা দেখা যাবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।