আন্তর্জাতিক ডেস্ক : ভুয়া বিবাহচক্র চালানোর অভিযোগে ১০ মহিলা-সহ ১৫ জনকে আটক করল পুলিশ। ভারতের উত্তরপ্রদেশের মিরাটের ঘটনা। হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ ও রাজস্থানের বেশ কিছু ব্যক্তির অভিযোগের ভিত্তিতে, মিরাটের একটি শপিং মলে অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করা হয়।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নিরজ গর্গ ও ডিম্পল সিংহ নামে দুই ব্যক্তি এই চক্রের মাথা। যাঁদের আটক করা হয়েছে, তাঁদের অধিকাংশই ওই চক্রে বেতনভুক্ত কর্মী হিসাবে কাজ করতেন। তাঁদের কাজ ছিল পাত্র কিংবা পাত্রী সেজে টাকা হাতানো। বিয়ের প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে সম্প্রতি দিল্লি ও মথুরায় পুলিশের দ্বারস্থ হন চার ব্যক্তি। তার পরই জানা যায়, প্রতারণার পিছনে রয়েছে একই চক্র। তবে মূল অভিযুক্ত নিরজ ও ডিম্পল এখনও পলাতক।
কী ভাবে কাজ করত এই প্রতারণা চক্র?
পুলিশ সূত্রে খবর, প্রথমে বিভিন্ন সংবাদপত্রে বিয়ের বিজ্ঞাপন দেওয়া হত। উৎসাহী পাত্র-পাত্রীরা যোগাযোগ করলে এককালীন কিছু টাকা নিত সংস্থাটি। যোগাযোগ করিয়ে দেওয়া হত সাজানো পাত্র কিংবা পাত্রীর সঙ্গে। এর পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধীরে ধীরে টাকা হাতাতেন ওই জাল পাত্র-পাত্রীরা। কিন্তু বিয়ের ঠিক আগে আগেই বিভিন্ন অজুহাতে ভেঙে দেওয়া হত বিয়ে। তবে হাতানো টাকার থেকে অল্প কিছুই হাতে পেতেন জাল পাত্র-পাত্রীরা। তাঁদের জন্য ছিল মাসিক বেতনের ব্যবস্থা। মাসে ১০ হাজার টাকা মাইনে পেতেন তাঁরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।