জুমবাংলা ডেস্ক : গ্রেপ্তার হয়েছেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার অমর একুশে বইমেলা থেকে তাকে গ্রেপ্তার করে শাহবাগ থানা-পুলিশ।
শনিবার সকালে তাকে আদালতে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর।
ফাল্গুনী দাশকে গ্রেপ্তারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রূমী বলেন, ‘গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাসের মতো একজনকে দেখতে পাই, তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন। আমি প্রথমে নিশ্চিত হলাম যে এটাই ফাল্গুনী দাস। নিশ্চিত হয়ে সাথে সাথে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিই। কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাসকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।’
রুমী আরও বলেন, ‘ফাল্গুনী দাস বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের উসকানিদাতা।’
শাহবাগ থানার অফিসার ইনচার্জ খালিদ মনসুর বলেন, ‘গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সহসভাপতি ফাল্গুনী দাশ নামে একজনকে আটক করা হয়েছে। তাকে আজ কোর্টে চালান করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।