আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক মুদ্রাবাজারে প্রতিদ্বন্দ্বী প্রায় সবকটি মুদ্রার বিপরীতে যুক্তরাষ্ট্রের ডলারের দাম কমেছে। ইতোমধ্যে গুঞ্জন ছড়িয়েছে, দেশে ক্রমবর্ধমান মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফের সুদের হার বাড়াতে পারে মার্কিন ক্রেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড)।
তবে এ নিয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। ফলে ইউরো, স্টার্লিং, ইয়েনের বিপরীতে ডলারের মূল্য হ্রাস পেয়েছে।
সিএনবিসির এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (৪ আগস্ট) ১৯৯৫ সালের পর সর্বোচ্চ সুদহার বাড়িয়েছে দ্য ব্যাংক অব ইংল্যান্ড (বিওই)। ফলে প্রধান আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে স্টার্লিংয়ের দর বৃদ্ধি পেয়েছে।
তবে বিওই সুদহার বাড়ানোর ঘোষণার আগে ডলারের বিপরীতে ব্রিটিশ মুদ্রাটির মান দশমিক ২৭ শতাংশ পড়ে যায়। প্রতি স্টার্লিং বিক্রি হয় ১ দশমিক ২১১ ডলারে।
এদিন বিশ্ব মুদ্রাবাজারের প্রধান ছয় মুদ্রার বিপরীতে ডলার সূচক রয়েছে ১০৬ দশমিক ৩৪। সবমিলিয়ে মুদ্রাগুলোর বিপরীতে মার্কিন মুদ্রাটির সূচক নিম্নমুখী হয়েছে শূন্য দশমিক ১৬ শতাংশ।
ইউরোর মূল্যবৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ১৫ শতাংশ। ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) প্রধান মুদ্রাটি বিক্রি হয়েছে ১ দশমিক শূন্য ১৭৮ ডলারে।
এছাড়া জাপানের মুদ্রার বিপরীতে ডলারের মান কমেছে দশমিক শূন্য ৭ শতাংশ। প্রতি ডলার বিক্রি হয়েছে ১৩৩ দশমিক ৭৭ ইয়েনে।
https://inews.zoombangla.com/fuel-price-decreased-in-the-world-market/
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।