লাইফস্টাইল ডেস্ক : ফ্যানের পাখা পরিস্কার করা একটা ঝামেলার ব্যাপারই মনে করেন অনেকে। তাই দীর্ঘদিনেও এটা পরিস্কার করা হয় না। কিন্তু খুব সহজেই ফ্যানের পাখা পরিস্কার করা যায়। নিচে থাকলো সেই উপায়-
প্রথমে একটি পাতলা বালিশের কভার নিন। এবার এটি দিয়ে ফ্যানের পাখার বা ব্লেডের আগা থেকে গোড়া পর্যন্ত ঢেকে দিন। এবার বালিশের কভারটি দু’হাত দিয়ে পাখার ওপরে চেপে ধরে বাইরের দিকে টান দিন। দেখবেন বালিশের কভারের ভিতর সব ময়লা চলে এসেছে। এখন বালিশের কভারটি বাইরের দিকে ঝাড়া দিন। ধুলোবালি যা আছে বের হয়ে যাবে, তারপর সেটি ধুয়ে ফেলুন। এখন আপনার ফ্যানের দিকে তাকান, দেখুন কেমন নতুনের মত হয়ে গেছে। তবে দীর্ঘদিন ময়লা জমলে শুকনো অবস্থায় পুরোপুরি পরিস্কার নাও হতে পারে। সেক্ষেত্রে আলগা ময়লা উঠে যাবার পর বালিশের কভারটি ভিজিয়ে নিয়ে একইভাবে করুন। এবার পরিস্কার না হয়ে যায় কোথায়!
এই পদ্ধতিতে খুব সহজে ফ্যান পরিষ্কার করা যায়। ৫ মিনিটের চেয়ে কম সময়ে সম্পূর্ণ ফ্যান পরিষ্কার করা হয়ে যাবে। নিয়মিত যদি এই পদ্ধতিতে ফ্যান পরিষ্কার করা হয় সাবান পানি দিয়ে ফ্যান পরিষ্কার করার প্রয়োজন পড়বে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।