স্পোর্টস ডেস্ক : চলতি বছরের শেষেই ৫ অক্টোবর থেকে দেশের মাটিতে বসছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর (ICC WC 2023)। ২০১১ সালের পর আবারও দেশের মাটিতে বিশ্বকাপের আসর। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতে আয়োজিত হবে।
উত্তেজনার পারদ ইতিমধ্যেই চড়া শুরু করে দিয়েছে। এরই মাঝে আইসিসির (ICC) এক সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে তুমুল হইচই। দেশের বিনোদন জগতের মতান্তরে সবচেয়ে বড় সুপারস্টারকে বিশ্বকাপ ট্রফির সামনে সহ দেখা গেল। কে সেই সুপারস্টার?
তিনি আর কেউ নন, স্বয়ং ‘বলিউড বাদশা’ শাহরুখ খান (Shah Rukh Khan)। আইসিসি বিশ্বকাপ ট্রফিসহ শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় আইসিসি তরফে পোস্ট করা হয়। সেই পোস্টের ক্যাপশনে আইসিসির তরফে লেখা হয়, “কিং খান..#CWC23″। এই ছবিটিতে শাহরুখকে বিশ্বকাপ ট্রফির দিকে তাকিয়ে থাকতে দেখা যাচ্ছে। ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয়েছে। যদিও ছবি আর ছোট্ট ক্যাপশন ছাড়া আইসিসির তরফে এই বিষয়ে বিশদ কিছুই জানানো হয়নি।
অনেকেই মনে করছেন, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার বিশ্বকাপের আগে শাহরুখের ব্র্যান্ড কাজে লাগিয়ে টুর্নামেন্টের প্রচারে আরও বেগ আনতে চাইছে। প্রসঙ্গত, এই মুহূর্তে ট্রফি ট্যুর চলছে বিশ্বজুড়ে। বিশ্বকাপ ট্রফিটি ভারতসহ বিশ্বের ১৮টি দেশে ভ্রমণ করবে। এই দেশগুলির মধ্যে কুয়েত, আমেরিকা যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, উগান্ডা, ইতালি, ফ্রান্সের মতো দেশগুলি রয়েছে। এই ট্রফি ট্যুর বিশ্বের বিভিন্ন প্রান্তের ক্রিকেট সমর্থকদের বিশ্বকাপ ট্রফিকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেবে।
কলকাতাতেও বিশ্বকাপের ট্রফি দিনকয়েক আগেই এসেছিল। সেই সময় ট্রফিকে স্বাগত জানাতে হাজির ছিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার তথা বাংলার গর্ব ঝুলন গোস্বামী। এবারের বিশ্বকাপ ট্রফির উন্মোচনটাও কিন্তু একেবারে অভিনব উপায়ে হয়েছিল। ২৬ জুন র্দান্তভাবে আইসিসি বিশ্বকাপ ট্রফিটি লঞ্চ হয়, তাও একেবারে স্ট্র্যাটোস্ফিয়ারে।
অ্যাপলের যে কোনও পণ্যেরই আদ্যক্ষর ‘আই’ দিয়ে শুরু,এই আই-এর অর্থ কী?
পৃথিবীর থেকে এক লক্ষ ২০ হাজার ফিট উপরে বিশ্বকাপ ট্রফিটিকে লঞ্চ করা হয়, যা শেষমেশ আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এসে নামে। একটি স্ট্র্যাটোস্ফিয়ারিক বেলুনের সাহায্যেই বিশ্বকাপের ট্রফিটিকে এত উঁচুতে পাঠানো হয়েছিল। এর আগে এমন ঘটনার সাক্ষী থাকেননি। এবারই বিশ্বকাপ ট্রফি স্ট্র্যাটোস্ফিয়ারে পাঠিয়ে নতুন ইতিহাস রচনা করল আইসিসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।