বিনোদন ডেস্ক : নেট দুনিয়ায় তোলপাড় চলছে বলিউডের নবাগতা শালিনী পাণ্ডে ও জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের ভুতুড়ে মিল নিয়ে। এর আগে তামিল ও তেলেগু সিনেমায় নজর কাড়া শালিনী ২০১৭ সালে ডেব্যু করেছেন আলোচিত ‘অর্জুন রেড্ডি’ সিনেমা দিয়ে।
কিন্তু সম্প্রতি মুক্তিপ্রাপ্ত নেটফ্লিক্স চলচ্চিত্র ‘মহারাজ’ তাঁকে এনে দিয়েছে লাইমলাইটে। এর এক বড় কারণ অবশ্য এই সিনেমায় বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকাদের অন্যতম আমির খানের ছেলে জুনায়েদ খানের অভিষেক। দর্শকরা এখানে জুনায়েদের সঙ্গে সঙ্গে শালিনীর অভিনয় ও দৃষ্টিসুখকর পর্দা উপস্থিতির প্রশংসা করছেন। তবে ট্রেন্ডের তুঙ্গে উঠে এসেছেন এই নবাগতা আরেক কারণে।
আর তা হলো বলিউড সুইটহার্ট আলিয়া ভাটের সঙ্গে ভুতুড়ে মিল পাওয়া যাচ্ছে তাঁর সব লুকে। একই হাসি, মুখের অভিব্যক্তি, চেহারার গড়ন এমনকি গালের টোলেও পাওয়া যাচ্ছে এই মিল। কে বলবে এই দুইজন অভিনেত্রীর মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই!
আচমকা দেখলে অনেক ছবিতেই শালিনীকে আলিয়া বলে ভুল করতে পারেন যে কেউ। তাঁদের দুজনের বয়সও একেবারেই কাছাকাছি। আলিয়ার ৩১ চলছে আর শালিনীর ৩০।
এবারে তবে শালিনী পাণ্ডের ইন্সটাগ্রাম থেকে নেওয়া ছবিগুলো দেখে নিন আর নিজেই ভাবুন আসলেই আলিয়ার সঙ্গে মিল আছে কিনা,যেমন ভক্তরা বলছেন।
শুধু হাসি নয়, এমন আবেদনময় অভিব্যক্তিতেও মিল আছে দুজনের। খোলা চুলের স্টাইলেও
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।