বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সাইফ আলি খান ভদ্র ও শান্ত স্বভাবের একজন মানুষ। তাকে প্রায়ই পাপারাজ্জিদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায়। সম্প্রতি সামাজিকমাধ্যমে তার এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে এবার তাকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেছে। যদিও অভিনেতাকে প্রায়শই ফটোগ্রাফারদের সঙ্গে ভালো সম্পর্ক রাখতে দেখা যায়। কিন্তু এবার পাপারাজ্জিরা তার কথায় রাজি না হওয়ায় বিরক্তি প্রকাশ করেন তিনি। নবাব সাইফ বিরক্ত হয়ে পাপারাজ্জিদের উত্তর দেন, আর তা দেখেই অবাক হন তার ভক্ত-অনুরাগীরা।
বৃহস্পতিবার সাইফ আলি খানকে বিমানবন্দরে একটি স্টাইলিশ নীল কুর্তা ও ম্যাচিং ঢিলেঢালা প্যান্টে দেখা গেছে। বিমানবন্দরে প্রবেশ মুখের কাছে পৌঁছাতেই সেখানে উপস্থিত পাপারাজ্জিরা ফটোসেশন করেন। প্রথম দিকে সাইফ ফটো তুলতে যথেষ্ট সহযোগিতা করেন। আলোর সামনে দাঁড়িয়ে পোজও দেন তিনি। কিন্তু ক্যামেরায় সেখানে ছবিটি ভালো দেখাচ্ছিল না বলে ফটোগ্রাফাররা তাকে সরে যেতে বলেন। এরপর সাইফ রেগে গিয়ে বলেন, ‘তাহলে কী করব?’ তিনিও তাদের কথা না শুনে চলে যান। সাইফের এ অহঙ্কারি মেজাজের একটি ভিডিও সামাজিকমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়ে পড়ে। আর এ ভিডিও দেখে নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেন। এক নেটিজেন লেখেন— এরা নামেই নবাব, নবাবদের বৈশিষ্ট্য বিন্দুমাত্র নেই।
এর আগেও গত বছরের মার্চ মাসে কারিনা কাপুর খানের সঙ্গে একটি পার্টির পর ফটোসাংবাদিকরা এ দম্পতিকে ফলো করছিলেন, যা দেখে সাইফ রেগে আগুন হয়ে ওঠেন। সাইফ বলেন, ‘এক কাজ কর— তোমরা আমাদের বেডরুমে চলে এসো।’ এতে সবাই অবাক হয়ে তাকিয়ে থাকেন।
সম্প্রতি সাইফ আলি খান তার সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেন, যা তার ভক্ত-অনুরাগীদের উত্তেজনা বাড়িয়েছে। এ ছবি দেখে সিদ্ধার্থ আনন্দও ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন, সেখানে ক্যাপশনে তিনি লিখেছেন— আমার প্রথম নায়কের সঙ্গে সেটে ফিরলাম। কিছুই কখনো বদলাবে না। লাভ ইউ সাইফ।’ সেখানেও ভালোবাসায় ভরিয়ে দেন তার ভক্তরা।
উল্লেখ্য, অভিনেতা সাইফ আলি খানকে জুনিয়র এনটিআর ও জাহ্নবী কাপুরের সঙ্গে দেবরাতে দেখা যাবে। তিনি সিদ্ধার্থ আনন্দের পরবর্তী প্রোজেক্টের জন্য প্রস্তুতিও নিচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।