ফের জুটি হলেন মোশাররফ করিম ও তানহা তাসনিয়া

মোশাররফ করিম

জুমবাংলা ডেস্ক : আবারও জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের বিপরীতে জুটি বাঁধলেন চিত্রনায়িকা তানহা তাসনিয়া। শামস করিম পরিচালিত ‘আড্ডাবাজ’ নামের একটি নাটকে দেখা যাবে তাদের। সম্প্রতি উত্তরায় নাটকটির দৃশ্য ধারণ শেষ হয়েছে।

মোশাররফ করিম

তানহা তাসনিয়া বলেন, খুবই মজার একটি গল্পে নাটকটি নির্মিত হয়েছে। গল্পে সমাজের জন্য সুন্দর একটি বার্তা আছে। দর্শক অনেক উপভোগ করবেন। মোশাররফ ভাই জনপ্রিয় অভিনেতা। আমাদের প্রথম নাটক ‘বউ ভীষণ পাওয়ারফুল’ দর্শক বেশ উপভোগ করেছিলেন। আশা করছি, এই নাটকটিও সবাই পছন্দ করবে।

ভারতে ধর্ষণের হাত থেকে রক্ষা পেল না গুইসাপও

আসন্ন ঈদ অনুষ্ঠানমালায় দীপ্ত টিভিতে ‘আড্ডাবাজ’ নাটকটি প্রচার হবে। প্রসঙ্গত, চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি বিশেষ দিবসের নাটকে অভিনয় করেন তানহা তাসনিয়া। এবারের ঈদেও তাকে বেশকিছু নাটকে দেখা যাবে।