কপিলের শোতে ফারাহ খান

কপিলের শোতে ফারাহ খান

বিনোদন ডেস্ক : সম্প্রতি নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে অনিল কাপুরের সঙ্গে হাজির হয়েছিলেন বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। সেখানে খোলাখুলি জানিয়ে দেন নিজের কিছু গোপন তথ্য। কপিল শর্মাকে ফারাহ বললেন, ৩০০ কোটি টাকা পেলে স্বামী-সন্তান ছেড়ে নিয়ে বেরিয়ে পড়বেন তিনি।

কপিলের শোতে ফারাহ খান

তাহলে কি সংসারের মায়া ত্যাগ করবেন এই নির্মাতা? না, তেমনটা নয়। কপিল মজা করে জিজ্ঞেস করেছিলেন, ‘কেউ যদি ভুল করে আপনার অ্যাকাউন্টে ৩০০ কোটি টাকা পাঠায়, তাহলে কি করবেন?’

সেই প্রশ্ন শুনেই ফারাহ বলেন, ‘৩০০ কোটি? অবসর নিয়ে নেব। তারপর স্বামী-সন্তানদের রেখে বেরিয়ে পড়ব।’

ফারাহর সেই উত্তর শুনে অভিনেত্রী অর্চনা পুরন সিং বলেন, ‘স্বামীকে ছাড়তে পারবেন। তবে সন্তানদের ছেড়ে যেতে পারবেন না।’ কিছুক্ষণ ভেবে নিয়ে ফারাহ বলেন, ‘ঠিক আছে, তাই।’

তখন অর্চনা বলেন, ‘৩০০ কোটি টাকা সন্তানদের সঙ্গে উপভোগ করা উচিত।’ তাচ্ছিল্যের সঙ্গে ফারাহ জবাব দেন, ‘ওদের সঙ্গে আর কি মজা করব। আমি তো টম ক্রুজের কাছে যাব।’ অর্চনা পাল্টা খোঁচা দিয়ে বলেন, ‘তাহলে আরেকটা প্ল্যান আছে।’ এরপরই মঞ্চে উপস্থিত সবাই হেসে ওঠেন।

‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-এর এই পর্বের আনকাট ভিডিও কপিল শর্মার ইউটিউব পেজে আপলোড করা হয়েছে। ফারাহ খান এবং অনিল কাপুরের আগের পর্বে গায়ক এড শিরান এসেছিলেন কপিলের শো-তে।

প্রসঙ্গত, ২০০৪ সালে শিরিষ কুন্দরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ফারাহ খান। তাদের তিন সন্তান। সবমিলিয়ে সুখী পরিবার। কমেডি শো-তে নিছক বিনোদনের জন্যই এমন কথা বলেছেন তিনি।

ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ পারিশ্রমিকের ভিলেন যশ

এখানে বলে রাখা ভাল, ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’-তে রয়েছেন অর্চনা পুরন সিং, কিকু সারদা, সুনীল গ্রোভার, কৃষ্ণা অভিষেক এবং রাজীব ঠাকুর। প্রতি শনিবার সন্ধ্যায় শো-এর নতুন পর্ব নিয়ে হাজির হয় নেটফ্লিক্স।