জুমবাংলা ডেস্ক : কবি ও বুদ্ধিজীবী ফরহাদ মজহার গুরুতর অসুস্থ হয়ে ঢাকার হার্ট ফাউন্ডেশনের সিসিইউতে (করোনারি কেয়ার ইউনিট) ভর্তি হয়েছেন। শুক্রবার সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে ভর্তি হন।
বিষয়টি নিশ্চিত করে বানান সম্পাদক মোহাম্মদ রোমেল বলেন, বৃহস্পতিবার তিনি (ফরহাদ মজহার) নিয়মিত চেকআপের জন্য হৃদরোগ ইনস্টিটিউটে গিয়েছিলেন। কিন্তু অবস্থার অবনতি হলে আজ সকালে হার্ট ফাউন্ডেশনে যান। তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে।
কবি ফরহাদ মজহারের জন্ম ১৯৪৭ সালে, নোয়াখালীতে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে ওষুধশাস্ত্রে স্নাতক ডিগ্রি লাভ করেন এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের দি নিউ স্কুল ফর সোশাল রিসার্চ থেকে অর্থশাস্ত্রে ডিগ্রি লাভ করেন।
চিন্তা নামের একটি পত্রিকার সম্পাদক মজহার উবিনীগ এনজিও গঠন করে নয়াকৃষি আন্দোলনও শুরু করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থ হলো: প্রস্তাব, মোকাবিলা, এবাদতনামা ও মার্কস পাঠের ভূমিকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।