বিনোদন ডেস্ক: দ্বিতীয় বিয়ে করেছেন বলিউড অভিনেতা, প্রযোজক ও পরিচালক ফারহান আখতার। গেল ১৯ ফেব্রুয়ারি দীর্ঘদিনের প্রেমিকা শিবানী দন্ডেকরের সঙ্গে অদ্ভুত এক রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। খুব কম সংখ্যক অতিথির উপস্থিতিতে একে অপরের দিকে তাকিয়ে শপথ বাক্য উচ্চারণ করে নতুন জীবন শুরু করেন নবদম্পতি। তবে দু’দিন পর (২১ ফেব্রুয়ারি) তাদের বিয়ের রেজিস্ট্রেশন হয়।
বিয়ের ১ মাস পূর্ণ হতে বাকি মাত্র ৬ দিন। এরইমধ্যে বিবাহিত জীবনের একটি গোপন খবর প্রকাশ্যে এনেছেন ফারহান। বরাবরের মতো কোনও লুকোছাপার আশ্রয় না নিয়ে ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সত্যি বলতে, বিয়ের পর ঠিক কী পরিবর্তন এসেছে বা হয়েছে তা এখনও বুঝে উঠতে পারিনি। গত বেশ কয়েক বছর ধরেই আমরা একসঙ্গে রয়েছি। তবে হ্যাঁ, এটা বলতে পারেন এই বিয়ে আমাদের একসঙ্গে থাকার ওপর একটি পাকাপাকি সিলমোহর দিয়ে দিয়েছে।’
এ কথার পাশাপাশি লাজুকভাবে ফারহান আরও জানিয়েছেন ‘মিসেস আখতার’-এর সঙ্গে তার সম্পর্ক প্রথম থেকেই এক কথায় ‘দুর্দান্ত’ ছিল।
প্রসঙ্গত, এটি ফারহানের দ্বিতীয় বিয়ে। এর আগে ২০০০ সালে সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট অধুনা ভবানিকে বিয়ে করেছিলেন তিনি। এই দম্পতির ঘরে রয়েছে দুই সন্তান। কিন্তু দীর্ঘ ১৭ বছরের দাম্পত্য শেষে ২০১৭ সালে বিচ্ছেদের পথে হাঁটেন তারা।
বিচ্ছেদের পর আমেরিকান-ভারতীয় মডেল ও সঞ্চালিকা শিবানীর প্রেমে পড়েন ফারহান। ২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন এই দম্পতি। বিয়ের আগ পর্যন্ত লিভ-ইন সম্পর্কেই ছিলেন তারা। গেলো মাসে প্রেমকে পরিণয়ে রূপ দিয়েছেন।
সূত্র: ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।