তানজিন তিশার পোস্টে ফারহানের নাম কেন?

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তানজিন তিশার শারীরিক অবস্থা এখন অনেকটাই ভালো। হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এরপর ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি ‘আত্মহত্যার চেষ্টা’কে ‘ভুল সংবাদ’ হিসেবে উল্লেখ করলেন। ‘আত্মহত্যা চেষ্টা’ শব্দটিও মুখে আনেননি। বলেননি, প্রেমের বিষয়টিও। তবে পোস্ট শেষে নেটিজেনদের লাগল খটকা। কারণ শেষে লেখা হয়েছে ‘মুশফিক আর ফারহান’ নামটি।

এতে বিস্মিত অনেকে। কারও মতে, পোস্টটি ফারহানকে মেনশন করেছেন তিশা। কিন্তু পোস্টে ‘এমন পদক্ষেপ (আত্মহত্যা) এ রকম মানুষের জন্য জীবনেও নেব না’ বলার পর ফারহানকে মেনশন করাটা অন্যরকম ইঙ্গিত হয়ে যায় বটে।

আবার কারও মত, ফারহান ও তিশার পেজ একই অ্যাডমিন দ্বারা পরিচালিত। সে কারণে ভুলটা হতে পারে। তবে মজার মন্তব্য এসেছে, একজন লিখেছেন—‘স্ট্যাটাসের নিচে মুশফিকের নাম ডালমে কুছ কালা হ্যায়’। আবার কেউ লিখেছেন, ‘হয়তো মুশফিকই পোস্টটি লিখে দিয়েছেন!’

বিষয়টি নিয়ে বরাবরের মতো তিশা-ফারহানের কেউই মুঠোফোনে উত্তর দেননি। সে যাই হোক, দিন শেষে সুখবরটা এলো—ভালো আছেন তিশা। ফিরেছেন বাসায়।

এসেই পোস্টটি দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘আজকে কিছু ভুল নিউজ দেখতে পেলাম। আসল বিষয়টি হলো, গতরাতে আমার ফুড পয়জনিংয়ের পরে কিছু ব্যাপারে আমার খারাপ অবস্থা ছিল। তাই আমি একটা স্লিপিং পিল খাই এবং তার সাইড ইফেক্ট হিসেবে আমার বমি হয়। এরপর হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিই। আমি এখন সম্পূর্ণ সুস্থ। আমার বাবা গত দুইবছর আগে মারা যান। বিষয়টি আমাকে এতটাই শক্ত করে যে এই ধরনের পদক্ষেপ আমি এরকম কোনো মানুষ অথবা যেকোনো মানুষের জন্যই জীবনে নেব না।’

তানজিনা তিশা হাসপাতালে, অসুস্থতা নিয়ে নানা প্রশ্নতানজিনা তিশা হাসপাতালে, অসুস্থতা নিয়ে নানা প্রশ্ন
তিশার অসুস্থতা নিয়ে যা জানাল পরিবারতিশার অসুস্থতা নিয়ে যা জানাল পরিবার
ব্যক্তিগত গোপনীয়তার বিষয়টি স্মরণ করিয়ে দেন অভিনেত্রী। বলেন, ‘আমি একটি বিষয় বলতে চাই, ব্যক্তিগত জীবন নিয়ে আমারও হয়তো কখনও কিছু বলার থাকতে পারে। যদি থাকে এবং যারা আমার ক্ষতি করার চেষ্টা করছে মিডিয়ার কিছু মানুষ তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে স্পেশালি যারা যারা আমার ক্ষতি করেছেন অথবা করার চেষ্টা করছেন তাদের প্রত্যেকটা মানুষের নাম মেনশন করে অতি শিগগিরই আমার শুভাকাঙ্ক্ষীদের সামনে উপস্থাপন করব।’