Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে ফেরি ডুবে অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। একজন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে দেশটির জাতীয় তল্লাশি ও উদ্ধার সংস্থা।
কর্মকর্তারা জানান, শুক্রবার দুর্ঘটনার সময় ওই ফেরিতে ৭৪ জনের মত যাত্রী ছিল।
সুমাত্রা দ্বীপ থেকে ফেরিটি প্রতিবেশী দেশ সিঙ্গাপুরের কাছের ছোট দ্বীপ তানজুং পিনাং যাচ্ছিল। ফেরিটি যাত্রা করার প্রায় ৩০ মিনিট পর কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করছেন কর্মকর্তারা।
নিখোঁজ ব্যক্তির উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যগ্রহণ চলছে বলেও জানান কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।