জুমবাংলা ডেস্ক : ফরিদপুর-৩ আসনে ১১ কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। কেন্দ্র ১০টিতেই এগিয়ে রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী এ. কে. আজাদ।
জানা গেছে, বায়তুল আমান আদর্শ একাডেমি কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছে ৯০৮ ভোট। আর নৌকার প্রার্থী পেয়েছে ৪৮৭। আর বায়তুল আমান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ৩৪৭ ভোট। বিপরীতে নৌকা পেয়েছে ৫৯৪টি ভোট।
নুরুল ইসলাম হাই স্কুল কেন্দ্রে ঈগল পেয়েছে ১ হাজার ৬০২ ভোট। আর নৌকা পেয়েছে ৮০২ ভোট। এ দিকে চরমাধবদিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বাঘের টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ঈগল পেয়েছে ৮৬০ ভোট, নৌকা পেয়েছে ২৮৮ ভোট।
টেপাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী এ. কে. আজাদ পেয়েছেন ৭১২ ভোট। এ কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন ২৪৪ ভোট।
এ দিকে ঈশান গোপালপুর কেন্দ্রে নৌকা পেয়েছে ৪৫৮ ভোট। এ কেন্দ্রে ঈগল পেয়েছে ৭৪২ ভোট।
কৈঝুড়ি লস্করকান্দি কেন্দ্রে নৌকা পেয়েছে ১ হাজার ১২৩ ভোট। এ কেন্দ্রে ঈগল পেয়েছে ৫৯৮। অন্য দিকে দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল পেয়েছে ১ হাজার ১১৪ ভোট। এই কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন ৩৩২ ভোট।
কৃষ্ণনগর ইউনিয়নের বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬২১ ভোট। এই কেন্দ্রে নৌকার প্রার্থী পেয়েছেন ৩৬০ ভোট।
চর মাধবদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ঈগল প্রতীকের প্রার্থী পেয়েছেন ১ হাজার ১০১ ভোট। এই কেন্দ্রে নৌকা পেয়েছে ২৯৮ ভোট।
গোয়ালের টিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ঈগল পেয়েছে ৮০৪ ভোট। এই কেন্দ্রে নৌকা পেয়েছে ৩৩৬ ভোট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।