ছোটপর্দায় দর্শকের মন জয় করে এখন সিনেমার কাজে মন দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। পাশাপাশি গানের জগতেও পা রেখেছেন তিনি। তবে এবার এক ভিন্ন কারণে আলোচনায় এই তারকা।

সম্প্রতি ফারিণ তার সামাজিক মাধ্যমে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে একটি স্ট্যাটাস পোস্ট করেছেন, যেটা নিয়ে অনুসারীদের মনে বেশ কৌতূহল সৃষ্টি হয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) নিজের ফেসবুকে ভক্তদের উদ্দেশে অভিনেত্রী লেখেন, ‘একটা জিনিস হঠাৎ জানতে ইচ্ছা করল। এখানে কেউ কি আছেন যারা জীবনেও ঢাকা আসেন নাই? আর না আসলে আপনি কোন জেলায় বাস করেন?’
অভিনেত্রীর ওই পোস্টের কমেন্ট বক্সে রীতিমতো মন্তব্যের ঝড় ওঠে। অনেকেই মন্তব্যের ঘরে নিজেদের জেলার নাম উল্লেখ করে ঢাকায় কখনো এসেছেন কিনা জানাচ্ছেন। তবে এর মাঝেও কারো কারো কৌতূহল, এই পোস্টের মাধ্যমে কি নতুন কোনো কাজের ইঙ্গিত দিচ্ছেন ফারিণ?
গত ঈদে শরীফুল রাজের সঙ্গে ফারিণের ‘ইনসাফ’ ছবিটি বেশ আলোচনায় এসেছিল। এবার সুপারস্টার শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে নতুন একটি সিনেমায় কাজ করছেন এ অভিনেত্রী। ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’ শিরোনামের এই সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। শিগগিরই পরবর্তী অংশের শুটিংয়ের জন্য তার শ্রীলঙ্কায় যাওয়ার কথা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


