বিনোদন ডেস্ক : শোবিজের ব্যস্ত নায়িকা তাসনিয়া ফারিণ। খুব অল্প সময়েই সাবলীল অভিনয়ে দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছেন এই অভিনেত্রী। বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়াচ্ছেন পশ্চিমবঙ্গেও।
বরাবরই খুব হালকা সাজেই দেখা যায় ফারিণকে। এমনকি কিছুদিন আগেও নিজের বিয়েতে হালকা মেকাপেই নেটিজেনদের নজর কাড়েন লাস্যময়ী এই অভিনেত্রী। এমনকি দেশ-বিদেশ ঘুরতে বেশ পছন্দ করেন তিনি।
তবে বুধবার (৪ অক্টোবর) দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটেছে। শুটিং করার সময় অভিনেত্রী তাসনিয়া ফারিণের ব্যবহৃত আইফোন ১৪ প্রো চুরি হয়েছে। এরপর থেকেই তার ছিল বেশ মনখারাপ।
কিন্তু সেই মন খারাপের পর মুখে হাসি ফুটেছে ফারিণের। নতুন একটি আইফোন কিনেছেন একটি অনলাইন শপ থেকে। সেই ভিডিও আবার পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে।
ভিডিও তিনি বলেন, ফোন হারিয়ে যাওয়ার পর থেকেই মনটা খারাপ ছিল, অনেক নাম্বারসহ অনেক স্মৃতি ছিল সেই ফোনে। পরে একজনের মাধ্যমে জানতে পারি কেউ আমাকে খুব দ্রুত একটি নতুন ফোন ম্যানেজ করে দিতে পারবে। ২৪ ঘন্টার মধ্যেই নতুন একটি আইফোন এনে দিয়েছে। আগে ছিল আইফোন-১৪ এবার ১৫ নেওয়া হলো।
তিনি আরও বলেন, আসলে আমি অনেক খুশি। বলতে গেলে একটু এক্সসাইটেট আবার এক্সসাইটেট না। কারণ, একটা ফোন হারিয়ে গেছে। তবে যে চলে যায় তাকে চলে যেতে দিতে হয় আর যে আসে তাকে স্বাগতম জানানো উচিত। এখন এই নীতিতে বিশ্বাস করি।
এর আগে সংশ্লিষ্টরা জানান, বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে শুটিং শেষ করে সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ফারিণ। এ সময় প্রোডাকশন বয় সেজে ফারিণের মাথার ওপর ছাতা ধরেছিলেন একজন। ফোনটি তার হাতেই ছিল বলে জানান ফারিণ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ফারিণ দেখতে পান ওই ছেলেটি আর নেই। সেখান থেকে চলে গেছে।
ফারিণ এরইমধ্যে ফোন হারানোর ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
ওসি বলেন, চুরি নয়, ফোনটি হারিয়ে গেছে। এ ঘটনায় একটি জিডি হয়েছে। আমরা একটি ভিডিও ফুটেজ পেয়েছি। সেটা নিয়ে কাজ চলছে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এখন খোঁজ পাওয়া যায়নি আইফোনটির।
সম্প্রতি একটি অনলাইনে মুক্তি পেয়েছে তাসনিয়া ফারিণ অভিনীত, মিজানুর রহমান আরিয়ানের ওয়েব ফিল্ম ‘পুনর্মিলনে’। যেখানে অভিনেত্রীর ভূমিকা বেশ প্রশংসা কুড়িয়েছে। সব মিলিয়ে সময়টা বেশ ভালো কাটছে ফারিণের।
প্রসঙ্গত, ২০১৭ সালে আমরা আবার ফিরবো কবে নাটকে অভিনয় দিয়ে ছোট পর্দায় অভিষেক হয় ফরিণের। মূলত মায়ের ইচ্ছেতে তিনি অভিনয় শুরু করেন। ২০১৮ সালে তিনি বিকাশের একটি বিজ্ঞাপনে মাশরাফি মর্তুজার সাথে কাজ করেন। একই বছর ফারিণ অভিনীত ভালোবাসা দিবসে ‘এক্স বয়ফ্রেন্ড’ নাটকটি বেশ পরিচিতি এনে দেয় এই অভিনেত্রীকে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।