বিনোদন ডেস্ক : ফারিন খানের শুরুটা হয়েছিল বড় পর্দা দিয়ে। কিন্তু গত কোরবানির ঈদে কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’ নাটকে ৩০ সেকেন্ডের ক্যামিও পাল্টে দিয়েছে অভিনেত্রীর ক্যারিয়ারের গতিপথ। নাটকটি প্রচার হওয়ার পর নতুন করে দৃষ্টি আকর্ষণ করেন এ অভিনেত্রী। কাজ করছেন একের পর এক নাটকে। সম্প্রতি মাবরুর রশীদ বান্নাহর ‘প্রাণ দিতে চাই’ নাটকে প্রশংসিত হয়েছে ফারিনের অভিনয়। এ ছাড়া শেষ করেছেন হাফ ডজনের বেশি নাটক।
নাটকে ব্যস্ততা নিয়ে ফারিন বলেন, ‘নাটকে নতুন হলেও অনেক কাজ করা হচ্ছে। দর্শকের সাপোর্ট পাচ্ছি। অল্প সময়ে দর্শকের এত ভালোবাসা আশীর্বাদ হিসেবেই দেখছি। এ মাসে আরও পাঁচটি নাটকের শিডিউল দেওয়া আছে।’
ফারিন সম্প্রতি নাম লিখিয়েছেন ওটিটিতে। আবিদ মল্লিকের পরিচালনায় হরর ওয়েব সিরিজ ‘প্রচলিত’ দিয়ে ওয়েব মাধ্যমে অভিষেক হচ্ছে তাঁর। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ফার্স্টলুক পোস্টার। গতকালও ফারিনের সঙ্গে যখন কথা হয়, তখন তিনি আরেকটি ওয়েব কনটেন্টের শুটিং করছিলেন। প্রযোজনা প্রতিষ্ঠানের নিষেধ থাকার কারণে কাজটি নিয়ে বিস্তারিত জানাননি। তবে কথা বলেছেন প্রচলিত সিরিজটি নিয়ে। ফারিন বলেন, ‘আমাদের দেশের প্রচলিত কিছু গল্প নিয়ে সিরিজটি বানিয়েছেন আবিদ মল্লিক। একটি গল্পে দেখা যাবে আমাকে। শিগগির চরকিতে মুক্তি পাবে। সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’
ফারিনের অভিনয়ের যাত্রা শুরু ২০১৭ সালে ‘ধ্যাততেরিকি’ সিনেমা দিয়ে। এরপর পড়াশোনার জন্য নেন তিন বছরের বিরতি। ফিরে এসে শেষ করেছেন দুটি সিনেমার কাজ। ‘কন্ট্রাক ম্যারেজ’ ও ‘ফেসবুক’ সিনেমা দুটি আছে মুক্তির অপেক্ষায়। ফারিন বলেন, ‘এ দুটি সিনেমা মুক্তি না পাওয়ায় মন খারাপ হয়েছে। সব কাজ শেষ হওয়ার পরেও কেন মুক্তি পাচ্ছে না, তা আমার জানা নেই। এটাকে দুর্ভাগ্যই বলব। এর মাঝে অনেক নির্মাতা ফিকশনে কাজ করার প্রস্তাব দিচ্ছিলেন। ভাবলাম, অভিনয় করতেই তো মিডিয়াতে এসেছি। তাই মাধ্যম নয়, অভিনয়টাকেই প্রাধান্য দেওয়া উচিত। এ কারণে নাটক ও ওটিটিতে কাজ করার সিদ্ধান্ত নিয়েছি। ভালো প্রস্তাব পেলে সিনেমায়ও অভিনয় করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।