বিনোদন ডেস্ক: চলতি মাসেই বিয়ে সেরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। এরপর হানিমুনে উড়াল দিয়েছেন মালদ্বীপে। সেখান থেকে ফিরে গেলেন অস্ট্রেলিয়ায়। সেখানে শুটিং করেছেন নতুন ওয়েব ফিল্মের। এতে তার বিপরীতে অভিনয় করেছেন গায়ক ও অভিনেতা প্রীতম হাসান।
নির্মাতা শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সিনেমায় জুটি বেঁধেছেন তারা। লং ডিসট্যান্স সম্পর্কের ক্ষেত্রে দূরত্বের কারণে মাঝেমধ্যে তৈরি হয় অনিশ্চয়তা, সন্দেহ ও ক্ষোভ। এ রকম সম্পর্কের গল্প নিয়েই চরকি অরিজিনাল সিনেমাটি। যেটির সঙ্গে নিজের জীবনের মিল খুঁজে পাচ্ছেন ফারিণ। কেননা, ফারিণের স্বামী শেখ রেজওয়ান রাফিদ আহমেদ পড়াশোনার জন্য থাকতেন যুক্তরাজ্যে। অন্যদিকে অভিনয় নিয়ে ঢাকায় ব্যস্ত থাকতেন এ অভিনেত্রী।
ফারিণ বলেন, ‘এই সিনেমার গল্প আমার জীবনের সঙ্গে অনেকখানি মিলে যায়। আমার আর আমার স্বামীর লং ডিসট্যান্স রিলেশন ছিল। তাই নিজের সঙ্গে কানেক্ট করে কাজ করতে ভালো লেগেছে। সিনেমায় আমার চরিত্রের নাম শারমিন। সে অতীতের সম্পর্ক নিয়ে বেশ ঝামেলায় পড়েছিল। তবে ফারহানের সঙ্গে দেখা হওয়ার পর দারুণ কিছু হয়।’
এই সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে প্রীতম হাসান বলেন, ‘শিহাব ভাই (পরিচালক) একদিন হঠাৎ ফোন দিয়ে জানালেন, তার কাছে একটা গল্প আছে। তারপর ভাইয়ের সঙ্গে বসে চিত্রনাট্য দেখার পর আমি নিশ্চিত হয়েছি—কাজটা করতে চাই। খুব সুন্দর গল্প নিয়ে সিনেমা এটি।’
নির্মাতা শিহাব শাহীন বলেন, ‘জীবনে অসংখ্য প্রেমের গল্প বানিয়েছি। কিন্তু এবারের প্রেমের গল্প বলতে গিয়ে নতুন কিছু অনুভূতি হয়েছে। এটা একদম নতুন গল্প। যদিও প্রতিটি কাজেই নতুন কিছু অভিজ্ঞতা হয়। দূরত্ব ভালোবাসার ওপর কীভাবে চাপ তৈরি করে, কীভাবে সম্পর্কের টানাপোড়েন তৈরি করে, তা এই সিনেমায় থাকবে। যারা প্রবাসে থাকেন, তারা এটা ভালো ধরতে পারবেন। এটা একটা স্পর্শের গল্প।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।