টেইলর সুইফটের কনসার্টে ফারিণ যেন ১৬ বছরের তরুণী

তাসনিয়া ফারিণ টেইলর সুইফট

বিনোদন ডেস্ক : সারা বিশ্বজুড়েই ছড়িয়ে রয়েছেন সুইফটিরা। এবার জানা গেল, অভিনেত্রী তাসনিয়া ফারিণেরও প্রিয় শিল্পীদের একজন টেইলর সুইফট। লন্ডনে এই পপ তারকার দর্শন পেলেন তিনি। আর সেই আনন্দঘন মুহূর্তের ছোট্ট একটি ভিডিও (রিল) সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন ফারিণ।

তাসনিয়া ফারিণ টেইলর সুইফট

রবিবার (৯ জুন) লন্ডনের এডিনবরায় ছিল টেইলর সুইফটের কনসার্ট। বৈশ্বিক এরাস ট্যুরের অংশ হিসেবে সেখানে পারফর্ম করেছেন গায়িকা। এদিকে, বর্তমানে ফারিণও আছেন লন্ডনে।

সুযোগ পেয়ে সামনাসামনি প্রিয় শিল্পীর গান শোনা কে মিস করেন! ফারিণও মিস করেননি টেইলর সুইফটের কনসার্ট। জীবনসঙ্গী শেখ রেজওয়ানের হাত ধরে ঘুরতে ঘুরতে চলে গেলেন গানের আসরে। মুহূর্তটি অভিনেত্রীকে মনে করিয়ে দেয় তাঁর পুরনো দিনের কথা। তিনি যেন তখন ১৬ বছরের তরুণী! সুইট সিক্সটিন!

ইনস্টাগ্রামে শেয়ার করা সেই ভিডিওর ক্যাপশনে ফারিণ লিখেছেন, ‌‘এডিনবরায় টেইলর সুইফটের এরাস ট্যুর দেখা দারুণ এক অভিজ্ঞতা। আমার ১৬ বছর বয়সী সত্তা আমার জন্য গর্ব বোধ করছে।’

২৫ বছরের ছোট পৃথাকে বিয়ে করেছেন সুদীপ

এদিকে, লন্ডনে ২৫তম রেইনবো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে ফারিণ অভিনীত ‌‘ফাতিমা’। এই উৎসবে এটি জিতে নেয় সেরা সিনেমার পুরস্কার। পাশাপাশি অভিনেত্রী হিসেবে ফারিণকে পান ‘২৫তম অ্যানিভার্সারি স্পেশাল মেনশন’ সম্মাননা।

প্রসঙ্গত, সবশেষ ফারিণকে দেখা গেছে ‘ফাতিমা’ সিনেমায়। এক নারীর জীবন সংগ্রামের গল্পে এটি পরিচালনা করেছেন ধ্রুব হাসান। অভিনয়ে ফারিণ ছাড়াও এতে রয়েছেন ইয়াশ রোহান, তারিক আনাম খান, পান্থ কানাই, মানস বন্দ্যোপাধ্যায়, আয়শা মনিকাসহ অনেকে।