বলিউডে হচ্ছে ফারিণের ‘পাত্রী চাই’!

Farin

বিনোদন ডেস্ক : অভিনেত্রী তাসনিয়া ফরিণ দেশের গণ্ডি পেরিয়ে বলিউডের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। গত বছর ফেব্রুয়ারিতে টলিউডে তার প্রথম সিনেমা ‘আরও এক পৃথিবী’ মুক্তি পায়। সিনেমায় ফারিণের অভিনয় প্রশংসিত হয়। এরপর টলিউড থেকে ‘পাত্রী চাই’ সিনেমায় তার অভিনয়ের কথা জানা যায়। এটি নির্মাণ করবেন বলিউডের সাম্প্রতিক আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’র চিত্রনাট্যকার বিপ্লব গোস্বামী।

Farin

বিপ্লব গোস্বামী গণমাধ্যমে জানান, ‘পাত্রী চাই’ সিনেমাটি বাংলায় হচ্ছে না। তবে হিন্দিতে হবে! সিনেমাটির চিত্রনাট্য এখন রয়েছে মুম্বাইয়ে। দ্রুত সিনেমাটি সম্পর্কে বিস্তারিত ঘোষণা দেবেন তিনি।

‘পাত্রী চাই’ সিনেমায় তাসনিয়া ফারিণের সংযুক্তির ব্যাপারে বিপ্লব বলেন, বাংলাদেশের অনেকের কাজ দেখি। অনেকের কাজে মুগ্ধ হয়েছি, যার মধ্যে ফারিণ অন্যতম। ‘লাপাতা লেডিস’ লেখার পর কাছাকাছি সময়ে আমি আরেকটা স্ক্রিপ্ট লিখি। সেটি হলো ‘পাত্রী চাই’। পরিকল্পনা ছিল নিজেই বানাবো দুটো সিনেমা। কিন্তু এর মধ্যে ‘লাপাতা লেডিস’ নিয়ে গেলেন আমির খানজি। সেজন্য ‘পাত্রী চাই’ নিজেই বানাবো বলে মন স্থির করেছি। এটি এখন হিন্দি সিনেমা হিসেবে মুম্বাই থেকে হবে- এ টুকু মোটামুটি ফাইনাল।