আন্তর্জাতিক ডেস্ক: প্রতি বছরই বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হন কৃষকরা। অন্যান্য দেশের তুলনায় প্রতিবেশী দেশ ভারতের কৃষকদের বর্ষা ও খরা থেকে শুরু করে ফসলের বিভিন্ন ধরনের রোগের সমস্যা মোকাবেলা করতে হয়। এ কারণেই কৃষকের আত্মহত্যার পথ বেছে নেন।
কৃষি সংক্রান্ত একই রকম সমস্যা দেখে মহারাষ্ট্রের এক কৃষক চাষাবাদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার হিঙ্গোলির ২২ বছর বয়সী এক কৃষক চাষাবাদ ছেড়ে একটি হেলিকপ্টার কেনার সিদ্ধান্ত নিয়েছেন। আশ্চর্যের বিষয় হলো তিনি এর জন্য ঋণের আবেদনও করেছেন। ওই তরুণ কৃষক চাষাবাদ ছেড়ে ভাড়ায় হেলিকপ্টার চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। যার জন্য তিনি ব্যাংকের কাছে ছয় কোটি টাকার বেশি ঋণ চেয়েছেন।
এই তরুণ কৃষক হলেন ভারতের ঔরঙ্গাবাদ জেলার তাকটোডা গ্রামের বাসিন্দা কৈলাস পতঙ্গে। কৈলাস তার ঋণের আবেদন নিয়ে একটি ব্যাংকে পৌঁছান। তিনি বলেন, তার দুই একর জমি আছে কিন্তু গত কয়েক বছরে অমৌসুমি বৃষ্টি ও খরার মতো অবস্থা কৃষিকে আর জীবিকার উপায়ে পরিণত করেনি। কৈলাস জানান, গত দুই বছর ধরে তিনি তার জমিতে সয়াবিন চাষ করলেও অসময়ে বৃষ্টির কারণে এ চাষের বিনিময়ে কিছুই পাচ্ছেন না।
কৈলাস বলেন যে, তিনি তার কৃষিকাজ থেকে ফসল বীমার টাকাও মেটাতে পারেননি। এসব কারণ মাথায় রেখেই ভালোভাবে জীবিকা নির্বাহের জন্য একটি হেলিকপ্টার কিনে ভাড়া দেওয়ার কথা ভেবেছেন তিনি।
কৈলাস বিশ্বাস করেন যে শুধু বড়লোকদেরই বড় স্বপ্ন দেখার অধিকার নেই, কৃষকরাও বড় স্বপ্ন দেখেন। তিনি বলেন যে, হেলিকপ্টারটি কেনার জন্য তিনি ৬.৬৫ কোটি টাকা ঋণের জন্য আবেদন করেছেন। অন্যান্য ব্যবসায় অনেক প্রতিযোগিতা রয়েছে বলে তিনি মনে করেন, তাই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ক্যানসারকে হারিয়ে বাজিমাত তরুণীর! ৩২ বছরেই দশটি প্রাইভেট জেটের মালিক কণিকা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।