আমের দাম ভালো পাওয়ায় চাঁপাইয়ের চাষী-বিক্রেতা খুশি

আমের দাম ভালো

জুমবাংলা ডেস্ক : স্বাদ আর পুষ্টিগুন এবং পরিপক্ক হয়ে বাজারজাত হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের আম। বিক্রেতাদের হাঁকডাকে এখন সরগরম আমের রাজধানী। বাজারজাত হচ্ছে নানা জাতের সুস্বাদু আম। দেশসেরা খিরসাপাত, ল্যাংড়া, লক্ষণা ও নানাজাতের গুটি আম এখন পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে।
আমের দাম ভালো
জলবায়ুর বিরূপ প্রভাবে আমের উৎপাদন কম হলেও, এবার ভালো দাম পাওয়ায় খুশি আমচাষিরা। আমচাষি ও ব্যাপারীদের হাঁকডাকে মুখর কানসাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা আমবাজার। গত ২৫ দিন ধরে জেলার বিভিন্ন স্থানে আম বেচা-কেনা চললেও, মূলতঃ আমের বাজার জমে উঠেছে চলতি মাসের ২ তারিখ থেকে।

দেশজুড়ে এ জেলার আমের সুখ্যাতি থাকায় জেলার পাইকারি বাজারগুলোতে আসছেন দেশের বিভিন্ন স্থানের ব্যাপারীরাও। এতে চাঙ্গা হচ্ছে আম নির্ভর এ জেলার অর্থনীতি। মণ প্রতি ভাল মানের ক্ষিরসাপাত ৩২০০-৩৪০০ টাকা, একটু মাঝারি মানের ২৪০০ টাকা, আর ছোট সাইজের ১৮০০ টাকা, অন্যদিকে ল্যাংড়া ২৪০০-২৮০০টাকা মণ, বিভিন্ন জাতের গুটি আম বোম্বাই খিরসা, কালিভোগ, লক্ষনা, দুধসর, কুমাপাহাড়ি, ইলিশে পেটি, বাতাসা ১৬০০-১৮০০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। তবে, আমের বাজার ও দাম পাওয়া নিয়ে আমচাষিদের মাঝে যে দুশ্চিন্তা ছিলো. দাম ভাল পাওয়ায় সেই দুশ্চিন্তা কেটে গেছে।

জলবায়ুর বিরুপ প্রভাব ও প্রাকৃতিক বৈরীতায় আমের উৎপাদন এবার কম হলেও, শতভাগ নিরাপদ ও চাহিদা ভালো থাকায় এবার আমের দামও প্রথম থেকে বেশ চড়া। এতে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন চাষিরা। তবে চাহিদা ভালো থাকায় দাম নিয়ে খুব একটা অভিযোগ নেই ব্যাপারীদের। আম ব্যবসায়ী রুবেল আলী জানান, প্রতিদিন আমবাগান ও জেলার পাইকারি বাজারগুলো থেকে প্রায় ১০০ ট্রাক আম দেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে।

এছাড়া ট্রেনে আম যাচ্ছে বিভিন্ন মোকামে। আর বাগান থেকে আমসংগ্রহ ও আড়তগুলোতে আম প্যাকেজিংয়ের কাজে বেড়েছে কর্মসংস্থানও। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, দিন দিন এ জেলায় আমের বাগান বৃদ্ধি পাচ্ছে তবে ফলন কম হলেও এবার কৃষকরা আমের ভালো দাম পাচ্ছেন।

তিনি আরো জানান, জুনের শেষ বাজারে আসবে ফজলি ও আ¤্রপালি। আর, চাঁপাইনবাবগঞ্জে ৩৮ হাজার হেক্টর জমির বাগানে ৩ লাখ ১৫ হাজার মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

পতিত জমিতে আজই চাষ করুন রপ্তানিযোগ্য ফসল ঢেমশি