জুমবাংলা ডেস্ক : কিশোরগঞ্জে কলা চাষে ভাগ্য বদলেছেন আলাউদ্দিন। তিনি কৃষি অফিসের সহযোগিতায় জি-নাইন জাতের কলার চাষ করেছেন। তিনি এবছর প্রায় দেড় লাখ টাকা লাভের আশা করছেন। তার এমন সফলতা দেখে আশেপাশের অনেকেই কলা চাষে আগ্রহী হয়েছেন।
জানা যায়, কৃষক আলাউদ্দিন কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা গ্রামের বাসিন্দা। তিনি কৃষি অফিসের সহযোগিতায় বাড়ির পাশে ২০ শতক জমিতে জি-নাইন জাতের কলা চাষ করেছেন। এটি কলার উন্নত একটি জাত। ফলন বেশি পাওয়া যায়। গাছের প্রতিটি কাদিতে প্রায় ২০০টি কলা ধরে। এই জাতের কলা খেতে খুবই সুস্বাদু ও বিভিন্ন রোগ প্রতিরোধে কার্যকর। এর রোপনের প্রায় ৬ মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। ফলে বছরে প্রায় ২ বারের অধিক ফলন পাওয়া যায়।
এছাড়াও এই গাছের আরো গুণাগুণ রয়েছে। এই গাছের সাইজ ছোট। ফলে ঝড়, বাতাসেও ভেঙে পাড়ে না। কলার গায়ে দাগ না পড়ার জন্য ব্যাগিং করে রাখতে হয়। এছাড়াও গাছ থেকে কলা সংগ্রহের পর অনেকদিন টিকে থাকে। নষ্ট হয় না। কাঁদির ওপর থেকে নিচ পর্যন্ত সব কলার সাইজ একই হয়। কৃষকরা প্রতি কাঁদি বাজারে ৮০০-১০০০ টাকায় বিক্রি করতে পারবেন।
কৃষি বিভাগের সূত্র মতে, আমরা কৃষক আলাউদ্দিনকে উচ্চ ফলনশীল জি-নাইন জাতের কলা চাষে উৎসাহিত করি। তিনি প্রথমবারের মতো ২০ শতক জমিতে এই জাতের ২০০টি কলা গাছ রোপন করেন। এই জাতের কলা চাষে তাকে চারা, সার, ও কাঁদির জন্য ব্যাপ কৃষি বিভাগ থেকে দেওয়া হয়েছে। তার বাগানে যে পরিমান ফলন এসেছে এতে প্রায় দেড় লাখ টাকার লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
কৃষক আলাউদ্দিন বলেন, আমি এই জমিতে বিভিন্ন ধরনের সবজি চাষ করলেও বেশি লাভ হতো না। পরে কৃষি বিভাগের পরামর্শে জি-নাইন জাতের কলার চাষ করি। ২০ শতক জমিতে কৃষি অফিসের দেওয়া ২০০টি চারা লাগিয়েছি। চারা লাগানোর প্রায় ৮ মাসের মধ্যেই ফলন পাওয়া গেছে। বাকি সব উপকরণ তারা দিয়েছে। আমি শুধু শ্রম দিয়েছি। জমিতে যা ফলন এসছে আশা করছি দেড় লাখ টাকা লাভ করতে পারবো।
আঙ্গিয়াদী ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ বলেন, পরিক্ষামূলক চাষে কৃষক আলাউদ্দিনকে তার ২০ শতক জমিতে চাষ করার জন্য ২০০টি জি-নাইন জাতের কলার চারা দেওয়া হয়েছে। জমিতে ভাল ফলন হয়েছে। তিনি প্রতি কাঁদি কলা প্রায় ৮০০ টাকা দরে বিক্রি করতে পারবেন। তার এমন সফলতা দেখে অনেকেই এই জাতের কলা চাষে আগ্রহী হয়েছেন। আমরা তাদেরকেও প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।