জুমবাংলা ডেস্ক : পটল চাষে গাইবান্ধার কৃষকদের আগ্রহ বাড়ছে। এই উচ্চ ফলনশীল সবজিটি শীতকাল ছাড়া সারাবছরই চাষ করা যায়। এর চাষে ঝামেলা কম। এছাড়াও বাজারে এর চাহিদা ও দাম দুটোই ভাল। তাই কৃষকরা এর চাষে ঝুঁকছেন। চলতি বছর কৃষকরা পটল চাষে দ্বিগুণ লাভের আশা করছেন।
কৃষি অফিসের সুত্র মতে, গাইবান্ধা জেলায় প্রায় ৫ হাজার ৭শত ৯৫ হেক্টর জমিতে শাক-সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।।
সরেজমিনে দেখা যায়, জেলার কৃষকরা ব্যাপক পরিমানে পটলের চাষ করেছেন। বর্তমানে তারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাছের পরিচর্যা ও পটল তোলায় ব্যস্ত সময় পার করছেন। এই জেলার অনেক কৃষক পটল চাষ করে স্বাবলম্বী হয়েছেন। এছাড়াও আরো নতুন নতুন অনেক পটল চাষির সৃষ্টি হচ্ছে।
সাদুল্লাপুর উপজেলার ফরিদপুর ইউনিয়নের চাঁদকরিম এলাকার কৃষক বাদল মিয়া বলেন, এবছর আমি প্রায় ৭০ শতাংশ জমিতে পটলের চাষ করেছি। চাষে মোট ৫৫-৬০ হাজার টাকা খরচ হবে। বাম্পার ফলন হলে আশা করছি ৯০-৯৫ মণ পটল পাবো।
তিনি আরো বলেন, অন্যান্য ফসলের তুলনায় পটলের চাষে লাভ বেশি। আর এর চাষে ঝুঁকি কম। আশা করছি প্রায় দেড় লাখ টাকা আয় করতে পারবো।
আরো কয়েকজন পটলচাষি বলেন, তারা দীর্ঘদিন যাবত পটল চাষের সাথে যুক্ত আছি। এর চাষে দ্বিগুণ লাভ করা যায়। এবছর আবহাওয়া ভাল থঅকায় বেশি ফলন পাচ্ছি। বাজারে বেশ ভাল দামে বিক্রি করতে পারছি। আশা করছি লাভবান হবো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।