বিনোদন ডেস্ক : সেন্সর বোর্ডের আপত্তি না থাকলেও মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’ সিনেমাটি অজানা কারণে আটকে আছে এখনো। এর মুক্তি নিয়ে বহুবার কথা বলেছেন তিনি। তার সঙ্গে একমত হয়েছেন শোবিজের অনেক তারকা শিল্পীরাও। ‘শনিবার বিকেল’ যুদ্ধের পর যেন অনেকটাই চুপচাপ আছেন এই নির্মাতা।
তবে এবার সেই নীরবতা ভাঙলেন ফারুকী। ঘোষণা দিলেন নতুন এক মন্ত্রণালয় গড়ার। এই মন্ত্রণালয়ে ফারুকী নিযুক্ত করেছেন ১২ জন মন্ত্রী। যারা আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন আগামী ৩ আগস্ট সন্ধ্যায়। আর ফারুকী এই মন্ত্রণালয়ে নাম দিয়েছেন ‘মিনিস্ট্রি অব লাভ’।
জানা গেছে, মোস্তফা সরয়ার ফারুকীর তত্ত্বাবধানে ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য ১২টি সিনেমা বানানো হয়েছে। আর পুরো প্রজেক্টের নাম দেওয়া হয়েছে ‘মিনিস্ট্রি অব লাভ’। যেগুলো নির্মাণ করেছেন ১২ জন নির্মাতা। মূলত সেই খবরই ভিন্ন আঙ্গিকে প্রকাশ করা হবে ৩ আগস্ট সন্ধ্যায় হোটেল শেরাটনে।
চরকি’র সিইও রেদওয়ান রানি বলেন, ‘এখনই আমরা এই মন্ত্রণালয় নিয়ে মুখ খুলছি না। আগে মন্ত্রীদের শপথ অনুষ্ঠান শেষ হোক, তারপর সব জানাব। তবে এটুকু বলি, মোস্তফা সরয়ার ফারুকীর প্ররোচনায় ১২টি সিনেমার নতুন মন্ত্রণালয় গঠিত হয়েছে।’
শপথ আনুষ্ঠানিকতা শেষে শিগগিরই সিনেমাগুলো প্রদর্শিত হবে চরকিতে। ধারণা করা হচ্ছে, লম্বা বিরতির পর ফারুকী ও তার ভাইবেরাদরদের একটা সম্মেলন ঘটবে এই মন্ত্রণালয়ের মাধ্যমে। আর এখন থেকে নিয়মিত নতুন কাজ উপহার দিয়ে যাবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।