বিনোদন ডেস্ক : আপাতত ঢাকায় আসছেন না বলিউডের নৃত্যশিল্পী নোরা ফাতেহি। সংস্কৃতি মন্ত্রণালয় অনুমতি না দেওয়ায় তার আসা স্থগিত করা হয়েছে। ডিসেম্বরে ঢাকায় একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা ছিল এ নৃত্যশিল্পীর।
গতকাল সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অনুষ্ঠানটির আয়োজক শাহজাহান ভূঁইয়া।
তিনি বলেন, ডলার সংকটের কারণে সংস্কৃতি মন্ত্রণালয় বাইরের শিল্পীকে আনার অনুমতি বন্ধ রেখেছে। অনুমতি চালু হলে হয়তো নোরা ফাতেহি জানুয়ারির দিকে আসতে পারেন। ‘ডান্স মেরি রানি’, ‘দিলবার’, ‘সাকি সাকি’ গানে নেচে ঝড় তোলেন নোরা ফাতেহি।
বর্তমানে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন এ আইটেম গানের শিল্পী। শুধু বলিউড নয় তেলেগু, মালয়ালম ও তামিল ছবির গানেও তার উপস্থিতি সরব। মরক্কীয় বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। এদিকে টানা গ্রুপ টুরে নোরাহ ফাতেহির দুবাই, ইতালি, আমেরিকাতে শোয়ের শিডিউল রয়েছে।
অন্যদিকে জ্যাকলিন ফার্নান্দেজের পর অর্থ কেলেঙ্কারিতে ফাঁসতে যাচ্ছেন নোরাহ ফাতেহ। এবং সেটি নিশ্চিত হলে- নোরাহকে ভারত সরকার দেশের বাইরে যেতে নিষেধাজ্ঞা দিতে পারে। তাই নোরাহ ম্যানেজমেন্ট কোম্পানি এই পরিস্থিতির কারণে নতুন কোনো শো হাতে নিচ্ছেন না বলে জানা যায়। সর্বশেষ খবর পাওয়া অব্দি নোরাহ ফাতেহ এরই ভেতরে আইনি সহায়তার জন্য সবরকম প্রস্তুতি নিচ্ছেন!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।