বিনোদন ডেস্ক : বিশ্বে ফ্যাশনের তকমা ধরে রেখেছেন মানব সভ্যতা। তবে বর্তমানে পশু পাখিরাও যেন কম যায় না। এবার মানুষ নয়, ফ্যাশন দুনিয়ায় রাজত্ব করছে ৩ ছোট্ট চিহুয়াহুয়া কুকুর ক্লোই।
মাত্র তিন বছর বয়সেই ফ্যাশন দুনিয়ার এক অপ্রতিদ্বন্দ্বী নাম হয়ে উঠেছে ক্লোই। তার সংগ্রহে আছে এক হাজারেরও বেশি অসাধারণ ডিজাইনার পোশাক, যা তাকে বানিয়েছে সোশ্যাল মিডিয়ার স্টাইল আইকন।
প্রতিনিয়তই নানা রঙের পোশাক, সুন্দর হ্যাট, রোদচশমা, আর স্টাইলিশ এক্সেসরিজে সেজে সামাজিক যোগাযোমাধ্যমে ছবি তুলতে দেখা যায় ক্লোইকে। তার প্রতিটি লুক যেন এক নতুন ফ্যাশন স্টেটমেন্ট। শুধু তাই নয়, ক্লোই বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছে। অনেক বিখ্যাত পোশাক ও এক্সেসরিজ ব্র্যান্ড তার সঙ্গে কাজ করছে, যা ক্লোইর জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তুলেছে।
ক্লোইয়ের এই যাত্রা প্রসঙ্গে তার মালিক আন্তেজানা বলেন, করোনা মহামারির সেই কঠিন সময়ে উপহার দিয়েছিলেন ক্লোইকে আমার কাজিন। সেই সময়টা ছিল ভীষণ চ্যালেঞ্জিং—মানুষ একাকিত্ব আর হতাশায় ভুগছিল। ঠিক তখনই তাদের জীবনে এক আলোর ঝলকানি হয়ে আসে ক্লোই।
তিনি আরও বলেন, ক্লোইর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তে আন্তেজানা খুঁজে পান এক নতুন আনন্দ। তার এই আনন্দের বহিঃপ্রকাশ ছিল ক্লোইর জন্য নানা ধরনের সুন্দর পোশাক কেনা। ধীরে ধীরে ক্লোইর জন্য তৈরি হতে থাকে এক বিশাল পোশাকের সংগ্রহ। নানা ধরনের ডিজাইনার পোশাক, টুপি, ব্যাগ, জ্যাকেট, এমনকি ছোট ছোট জুতোরও সংগ্রহ জমতে থাকে।
শুরুতে এটা শুধু পরিবার আর বন্ধুদের মাঝে সীমাবদ্ধ থাকলেও বর্তমানে ক্লোইয়ের ফলোয়ার সংখ্যা দ্রুত বাড়ছে। ক্লোইর প্রতিটি ছবি এবং ভিডিওতে থাকে তার অনন্য স্টাইল, যা আরও বেশি আকর্ষণ করে মানুষকে।
এখন, ক্লোই শুধু ফ্যাশন দুনিয়ারই একটি পরিচিত নাম নয়, বরং সে বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবেও কাজ করছে। তার সৌন্দর্য, স্টাইল এবং ব্যক্তিত্বের কারণে তাকে নিয়ে কাজ করতে চায় এমন কোম্পানির অভাব নেই।
সারা বিশ্ব থেকে নানা ধরনের পোশাক ও এক্সেসরিজ ব্র্যান্ডের সঙ্গে চলছে তার সহযোগিতা। সোশ্যাল মিডিয়ায় তার প্রতিটি উপস্থিতি নতুন এক চমক নিয়ে আসে। সোস্যাল হ্যান্ডেলে লক্ষ লক্ষ ফলোয়ার তার নতুন পোশাকের কালেকশন আর স্টাইল দেখে মুগ্ধ। হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।