বর্তমান সময়ে Fast Charging স্মার্টফোনের জনপ্রিয় একটি ফিচার। খুব কম সময়ে দ্রুত চার্জ সম্পন্ন করা যায়। তবে দ্রুত চার্জ সম্পাদন করতে গিয়ে ব্যাটারির ক্ষতি হচ্ছে নাতো?
দ্রুত চার্জিং আপনার ফোনের ব্যাটারির জন্য মেটেও বিপদজনক নয়। পাশাপাশি এ প্রক্রিয়া ব্যাটারিকে “ওভারলোড” করতে পারে না কারণ স্মার্টফোনটি নিরাপদ অবস্থান থেকেই নির্দিষ্ট শক্তি বিদ্যুৎ থেকে সংগ্রহ করে। এর অর্থ হল আপনি নিরাপদে একটি USB চার্জার ব্যবহার করতে পারেন যা আপনার ডিভাইসে প্রয়োজনীয় বৈদ্যুতিক শক্তি সংগ্রহ করে।
একটি স্মার্টফোনের ব্যাটারি শুধুমাত্র সীমিত সময়ের জন্য দ্রুত চার্জিং ব্যবহার করতে পারে। এর কারণ হ্যান্ডসেটের ব্যাটারি তিনটি পর্যায়ে চার্জ হয়। কখনো ভোল্টেজ বাড়ানো হয়, কখনো স্বয়ংক্রিয়ভাবে কমানো হয়। ব্যাটারির কোষের যেনো ক্ষতি না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়।
লিথিয়াম-আয়ন কোষে যত দ্রুত শক্তি জমা হয়, তত বেশি তাপ উৎপন্ন হয়। এর মানে হল যে ধীরগতিতে চার্জ হলে তাপ কম উৎপন্ন হবে। অতিরিক্ত তাপ লিথিয়াম-আয়ন ব্যাটারির কিছুটা ক্ষতি করবেই। এটি ব্যাটারির আয়ু কমিয়ে দিতে পারে। দ্রুত চার্জিং এর জন্য কী ধরনের পদ্ধতি স্মার্টফোনে ব্যবহার করা হচ্ছে সেটাও ভেবে দেখার বিষয়। কিছু পদ্ধতি মোবাইলের ব্যাটারিকে দ্রুত ক্ষয় করে।
যেহেতু চরম তাপমাত্রা যেকোন লিথিয়াম-আয়ন ব্যাটারির শত্রু তাই খুব গরম বা ঠাণ্ডা পরিবেশে আপনার ফোন ব্যবহার করা বা আপনার ডিভাইসকে সরাসরি সূর্যের আলোর নিচে রেখে দিলেও ব্যাটারির ক্ষতি হতে পারে। আপনার ব্যাটারি থেকে সর্বোত্তম সুবিধা পেতে মাঝে মাঝে স্ট্যান্ডার্ড চার্জার ব্যবহার করুন।
যদি কয়েক বছর ব্যবহারের পর ব্যাটারির অবস্থা বেশি খারাপ হয় তাহলে ব্যাটারি পরিবর্তন করে সম্পূর্ণ নতুন ব্যাটারি যোগ করতে পারেন। তাহলে আপনার স্মার্টফোনটি পুনরায় আগের কর্মদক্ষতায় ফিরে আসবে।
১২৫W ফাস্ট চার্জিং অত্যাধুনিক ৫টি ফোন আসতেছে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।