লাইফস্টাইল ডেস্ক : চাকরিতে ধরা বাঁধা মাস মাইনা। তার ওপর মনের মতো চাকরি হচ্ছে কোথায় । তার থেকে বরং ঢের ভালো নিজস্ব ব্যবসা । সাম্প্রতিক চাকরির বাজারের অবস্থা বেশ করুন । এই অবস্থায় বিকল্প কর্ম সংস্থান হিসাবে বেশির ভাগ যুবক – যুবতীরাই ব্যবসাকে তাদের পছন্দের তালিকায় রাখছেন অকছর।
কারণ প্রথম অবস্থায় উদ্যোগ বা কারবার ছোট হলেও নিজের সততা – পরিশ্রম আর আর সঠিক পরিকল্পনা দিয়ে ব্যবসার পরিধি যেমন বৃদ্ধি পাই তেমনি লাভের অঙ্কও বাড়তে থাকে হুহু করে। ফলত একমাত্র ব্যবসায় হল এমন একটি সহজ উপায়, সঠিক ভাবে করতে পারলে যা থেকে আপনি লাখ কিংবা আপনার কোটি পতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারেন সহজেই । New Business Idea
তবে ব্যবসার জন্য প্রথমেই যেমন প্রয়োজন মূলধন অর্থাৎ পুঁজি । তেমনি সঠিক পরিকল্পনা আর উপযুক্ত পরিশ্রম । তা থেকেই একজন কারবারি হয়ে উঠতে পারেন সত্যি কারের একজন আদর্শ উদ্যোগপতি । তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আজ আমারা সেই সকল যুবক – যুবতী দের উদ্দেশ্যে এমন কিছু ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হতে চলেছি যা থেকে আপনি সহজেই আপনার স্বপ্ন কে স্বার্থক করতে পারেন বিলক্ষণ ।
এ বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ একটাই , যদি কোনও উদ্যোগপতি তার উদ্যোগের শুরুতে বাজারে চাহিদার ওপর নজর দেন তাহলে তার কারবার বা ব্যবসা চলবে রমরমিয়ে । কারণ যেকোনো ব্যবসারই প্রাথমিক এবং সর্বশেষ সব কিছুই নির্ভর করে কাস্টমার বা গ্রাহকের চাহিদা অর্থাৎ বাজার অনুযায়ী। তাহলে বিশেষজ্ঞদের পরামর্শ মতো আপনি এই ব্যবসা গুলির ওপর নজর দিলে সাফল্য পাবেন নিশ্চিত । এবার জেনে নেওয়া যাক ঠিক কোন ধরণের ব্যবসার কথা বলছেন বিশেষজ্ঞরা ।
১) ডিজিটাল মার্কেটিং এজেন্সি
সাম্প্রতিক সময়ে ইন্টার নেট ছাড়া মানুষের জীবন প্রায় অচল । কিন্তু জানেন কি এই ইন্টার নেট কে ব্যবহার করেই আপনি হতে পারেন কোটি পতি । কিন্তু কিভাবে সম্ভব ? এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন , বর্তমান সময়ে সারা বিস্বে এমন অনেক ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে যে সংস্থা গুলি তাদের মার্কেটিং – বিজ্ঞাপন – কমিউনিকেশনের জন্য একজন ডিজিটাল মার্কেটর -এর ওপর সর্বদা নির্ভর শীল । আপনি যদি বর্তমান সময়ে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা দিয়ে একজন ডিজিটাল মার্কেটর হতে পারেন তাহলে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কাজ করে মাসে কোটি কোটি টাকা কামিয়ে নিতে পারবেন খুব সহজেই ।
২) কন্টেন্ট রাইটিং সার্ভিস
বর্তমান সময়ে এমন অনেক কোম্পানি আছে যারা তাদের প্রচার অর্থাৎ বিজ্ঞাপনের জন্য ভালো মাপের কন্টেন্ট রাইটার খুঁজে বেড়ান । এর জন্য আপনাকে দক্ষ ও ভাল কন্টেন্ট রাইটারের একটা টিম বানাতে হবে। এবার বিভিন্ন সংস্থার চাহিদা অনুযায়ী ভালো মাপের কন্টেন্ট বানিয়ে দিতে পারলেই আপনি প্রতিমাসে ইনকাম করতে পারবেন মোটা অঙ্কের টাকা ।
৩) বিমা সংস্থা চালু
বর্তমান বাজারে হাজারো বিমা সংস্থা । কারণ প্রত্যেক মানুষই তার জীবন কে ভালবাসেন সর্বাগ্রে । পাসাপাশি নিজের ও পরিবারের সদস্যদের আর্থিক ভাবে নিরাপদ ও সুরক্ষিত করতে চান । তাই আপনি যদি একটি ছোটখাটো বিমা সংস্থা খুলে নেন তাহলে তাহলে আপনাকে আর পিছন ফিরে তাকাতে হবে । সঠিক ভাবে চালাতে পারলে শুধু টাকা আর টাকা ।
রাতে ৮০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস, যেসব জেলায় হুঁশিয়ারি সংকেত
৪) পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবসা
ভাল মানের ও স্বাস্থ্যকর জীবন যাপন কে না চান । বর্তমান সময়ে অবশ্য সব মানুষই তার সামর্থ্য মতো এই বিশয়তির ওপর নজর দিচ্ছেন বেশি পরিমাণে । এর জন্য ভাল খাওয়াদাওয়া থেকে শুরু করে নিয়মিত শরীর চর্চা করেন অনেক মানুষই । কিন্তু আগের মতো বিশুদ্ধ খাঁটি খাবার পাচ্ছি কোথায় । তাই বাজারের চাহিদা অনুযায়ী পরিবেশবান্ধব সামগ্রীর ব্যবসা শুরু করা যেতে পারে। কারণ আগামীতে এই ব্যবসার বিকল্প কিছু না মিলতেও পারে । তাহলে আপনিই হবেন বাজারের সেরা ব্যবসায়ী । তার সঙ্গে টাকার পাহাড় ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।