লাইফস্টাইল ডেস্ক : দুধ আমাদের খুবই প্রয়োজনীয় একটি খাদ্য। আমাদের দেহের জন্য প্রয়োজনীয় সব উপাদানে দুধে বিদ্যমান রয়েছে বলে একে আদর্শ খাদ্য বলা হয়। সঠিকভাবে সংরক্ষণ না করলে, জ্বাল দেওয়ার সময় টকের স্পর্শে দুধ অতি সহজেই ফেটে যেতে পারে। তবে এই ফেটে যাওয়া দুধ না ফেলে দিয়ে বিভিন্ন কাজে লাগানো যেতে পারে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।
অনেকেই ছানা খেতে পছন্দ করেন। ফেটে যাওয়া দুধ দিয়ে চানা তৈরি করতে পারেন। ফেটে যাওয়া দুধ থেকে পনিরও তৈরি করতে পারেন। ফেটে যাওয়া দুধ থেকে কেক বা প্যানকেকও বানাতে পারেন।। দুধের তৈরি একাধিক ডেজার্টেও ফেটে যাওয়া দুধ কাজে লাগে।
যারা গাছ ভালবাসেন তারা গাছের পরিচর্যায় দুধ ব্যবহার করতে পারেন। ফেটে যাওয়া দুধ গাছের গোড়ায় দিলে গাছ দ্রুত বৃদ্ধি পায়।
রূপচর্চাতেও ফেটে যাওয়া দুধ ব্যবহার করতে পারেন। ফেটে যাওয়া দুধ দিয়ে ফেস মাস্ক তৈরি করে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এভাবে কয়েক দিন ব্যবহার করলে আপনার ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে।
আর বাড়িতে পোষা বিড়াল থাকলে ফেটে যাওয়া দুধ ফেলে না দিয়ে খেতে দিতে পারেন। ফেটে যাওয়া দুধের গন্ধ বিড়ালের অনেক পছন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।