সাইফুল ইসলাম : মানিকগঞ্জের ঘিওরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১৮ গ্রাম হেরোইন উদ্ধারসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ২টা ৫০ মিনিটে ঘিওর থানাধীন উত্তর তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. পারভেজ মিয়া (৩৩) ও তার পিতা আবুল বাশার (৫৯)। তারা সম্পর্কে পিতা-পুত্র। উভয়েই উত্তর তরা গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানকালে আসামী আবুল বাশারের বসতবাড়ির পশ্চিম পাশে মাটির রাস্তার ওপর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মো. পারভেজ মিয়ার দখল থেকে ১২ গ্রাম এবং আবুল বাশারের দখল থেকে ৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক বাজারমূল্য এক লক্ষ আশি হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জেলা গোয়েন্দা শাখার (পূর্ব) পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, এ ঘটনায় ঘিওর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


