আবির হোসেন সজল, লালমনিরহাট : সন্তানকে ফিরে পেতে দ্বারে দ্বারে ঘুরছেন শিশুটির মা। কিন্তু কোথাও কোনো আশ্বাস না পেয়ে শেষ পর্যন্ত আইনের দারস্থ হয়েছেন শাহনাজ বেগম নামের ওই নারী। শাহনাজের অভিযোগ, তার সন্তানকে বিক্রি করে দিয়েছেন সাবেক স্বামী আশরাফুল ইসলাম।
বুধবার (৯ এপ্রিল) আশরাফুলসহ চারজনের বিরুদ্ধে এ ঘটনায় লালমনিরহাট জেলার আদিতমারী থানায় লিখিত অভিযোগ করেছেন শাহনাজ।
হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নে।
অভিযুক্ত আশরাফুল ওই ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুল আজিজের ছেলে। শাহনাজ তার সাবেক স্ত্রী এবং একই এলাকার মৃত রহিম উদ্দিনের মেয়ে।
খোঁজ নিয়ে জানা যায়, তিন বছর আগে আশরাফুল ও শাহনাজের বিয়ে হয়। যৌতুক নিয়ে তাদের মধ্যে বিবাদ ছিল শুরু থেকেই। এরই মধ্যে এ দম্পতির ঘরে একটি কন্যাশিশুর জন্ম হয়। এ নিয়ে বিবাদ আরও বাড়লে আশরাফুল-শাহনাজ বিচ্ছেদের পথ বেছে নেন। এ সময় কৌশলে কন্যাকে নিজের কাছে রেখে দেন আশরাফুল।
কিছুদিন পর এক প্রতিবেশীর কাছে শিশুটিকে বিক্রি করে দিয়ে আত্মগোপনে যান আশরাফুল। এ খবর পাওয়ার পর সন্তানকে ফিরে পেতে উতলা হয়ে ওঠেন মা শাহনাজ। স্থানীয় মাতব্বরদের দ্বারে দ্বারে ঘুরেও সুরাহা না হওয়ায় অবশেষে থানায় অভিযোগ দায়ের করেন।
শাহনাজ বলেন, আমার মেয়েকে নিয়ে বিক্রি করেছে যৌতুক লোভী সাবেক স্বামী আশরাফুল। দুধ না পেয়ে মেয়েও কান্না করছে, আমিও বাচ্চাকে খাওয়াতে না পেরে অসুস্থ হয়ে পড়ছি। আমি আমার নাড়ি ছেঁড়া ধনকে ফেরত চাই।
শিশুটি রয়েছে বর্তমানে আশরাফুল হক নামে এক ব্যক্তির কাছে আছে। জানতে চাইলে তিনি বলেন, আমার সংসারে কোনো সন্তান নেই। তাই স্থানীয়দের মাধ্যমে শিশুটিকে তার বাবার কাছ থেকে কিনে নিয়েছি।
এ ব্যাপারে বক্তব্য জানতে শিশুটির বাবা আশরাফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
আদিতমারী থানার অফিসার -ইন-চার্জ আলী আকবর জুম বাংলাকে বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।