জুমবাংলা ডেস্ক: এবারের বাজেটে অর্থবিলের মাধ্যমে আয়কর অধ্যাদেশের ১৯ ধারায় পরিবর্তন এনে সন্তানদেরও মা-বাবাকে পাঁচ লাখ টাকার বেশি ব্যাংক চেকের পরিবর্তে নগদেও দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
এত দিন শুধু মা-বাবারাই সন্তানদের পাঁচ লাখ টাকার বেশি অর্থ ব্যাংক চেকের পাশাপাশি নগদেও দিতে পারতেন। এবারের বাজেটে সন্তানদেরও মা-বাবার মতো একই সুযোগ দেওয়া হয়েছে।
তবে কোন খাতে ওই টাকা খরচ করা হয়েছে, তা জানানোর বাধ্যবাধকতা রাখা হয়েছে। আবার এই টাকা আনুষ্ঠানিকভাবে লেনদেনের একটি উৎসও থাকতে হবে।
এত দিন মা–বাবা সন্তানদের নামে সঞ্চয়পত্র, এফডিআর বা অন্য কোনো খাতে বিনিয়োগ করে পাঁচ লাখ টাকার বেশি খরচ করলে ব্যাংক ব্যবস্থার মাধ্যমে লেনদেন না করলেও চলত। এবার সুযোগটি উভয়মুখী করা হয়েছে। অর্থাৎ সন্তানেরাও মা-বাবার মতো একই সুযোগ পাবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।