আন্তর্জাতিক ডেস্ক : ১৮০টির বেশি সন্তানের বাবা হয়েছেন বলে দাবি করা যুক্তরাজ্যে বসবাসরত মার্কিন স্পার্মদাতা রবার্ট চার্লস অ্যালবন ওরফে ‘জো ডোনার’ এবার আইনি ঝামেলায় পড়েছেন। ব্রিটিশ আদালত তাঁকে অনিয়ন্ত্রিত স্পার্ম দানের ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, রবার্ট অনলাইনে বিজ্ঞাপন দিয়ে চীন থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত বিভিন্ন দেশে স্পার্ম দান করেছেন বলে দাবি করেন। তবে এক দম্পতির শিশুর ওপর পিতৃত্বের অধিকার দাবি করে আদালতে মামলা ঠুকে দিলে নিজেই বিপাকে পড়েন তিনি।
কার্ডিফের পারিবারিক আদালতের বিচারক জনাথন ফার্নেস কেসি রায়ে বলেন, নারীদের অনিয়ন্ত্রিত স্পার্ম দানের সম্ভাব্য বিপদ থেকে রক্ষা করা দরকার, বিশেষ করে রবার্ট অ্যালবনের মতো ব্যক্তিদের কাছ থেকে।
মামলাটি ছিল এক সমকামী নারী দম্পতির সন্তানকে কেন্দ্র করে। তাঁরা সিরিঞ্জের মাধ্যমে রবার্টের স্পার্ম ব্যবহার করে গর্ভধারণ করেছিলেন। কিন্তু পরে রবার্ট দাবি করেন, তিনি শিশুটির জৈবিক মায়ের সঙ্গে গোপনে শারীরিক সম্পর্ক করেছিলেন। বিচারক এই দাবি প্রত্যাখ্যান করেন।
রবার্ট শিশুটির পিতৃত্বের অধিকার, জন্ম সনদে নিজের নাম অন্তর্ভুক্তি এবং শিশুর নাম পরিবর্তনের আবেদন করেন। এমনকি শিশুটির মা-এর সঙ্গীকে ‘খালা’ হিসেবে পরিচিত করারও দাবি করেন। মামলাটি দুই বছরেরও বেশি সময় ধরে চলে, যা ওই দম্পতির মানসিক চাপে তাঁদের সম্পর্কের ভাঙনের কারণ হয়।
বিচারক তাঁর রায়ে বলেন, ‘তিনি (রবার্ট) দাবি করেন, শিশুর কল্যাণ চান। কিন্তু বাস্তবে তিনি সম্পূর্ণ স্বার্থপর।’
তিনি আরও বলেন, ‘নারী ও শিশুদের পণ্য হিসেবে দেখেন রবার্ট এবং নিজের সন্তান সংখ্যা বাড়ানোর জন্য বিশ্বজুড়ে স্পার্ম দান করে চলেছেন।’
আদালতের সিদ্ধান্ত ও সতর্কতা
আদালত রায় দিয়েছেন, শিশুটির নাম পরিবর্তনের প্রয়োজন নেই এবং রবার্টের সঙ্গে সরাসরি যোগাযোগ শিশুটির জন্য ক্ষতিকর হবে। তবে প্রতি বছর একটি কার্ড বা ইমেইল পাঠানোর অনুমতি দেওয়া হয়েছে, যা শিশুটি প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সংরক্ষণ করা হবে।
বিচারক সতর্ক করেছেন, ‘তিনি ভবিষ্যতেও স্পার্ম দান চালিয়ে যেতে চান। নারীদের অবশ্যই অনিয়ন্ত্রিত স্পার্ম দানের ঝুঁকি সম্পর্কে সচেতন হতে হবে।’
যুক্তরাজ্যের হিউম্যান ফার্টিলাইজেশন অ্যান্ড এমব্রায়োলজি অথোরিটি জানিয়েছে, নিবন্ধিত ক্লিনিকের মাধ্যমে স্পার্ম গ্রহণই নিরাপদ। সেখানে একজন দাতার স্পার্ম সর্বোচ্চ ১০টি পরিবারের জন্য ব্যবহার করা যেতে পারে। কিন্তু রবার্ট এই নিয়ম অনুসরণ না করে অনলাইনে বিজ্ঞাপন দিয়ে স্পার্ম দান করেন এবং মাঝে মাঝে যৌন সম্পর্কও গড়ে তোলেন।
এই মামলার পর আদালতের গার্ডিয়ান জনসাধারণ, বিশেষত নারীদের সচেতন করতে রায়টি প্রকাশের অনুমতি চেয়েছেন।
সূত্র: বিবিসি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।