আন্তর্জাতিক ডেস্ক : নিজের পরিচয় গোপণ করে দেদার বিলিয়েছেন শুক্রাণু। তাতেই বাবা হয়েছেন 550 টি শিশুর। লাগামছাড়া শুক্রাণু দানের জন্য ফেঁসেছেন আইনি জটিলতাতেও। কিন্তু আদালতের নিষেধাজ্ঞার পরও থামেনি শুক্রাণু দান। একইভাবে ‘স্পার্ম ডোনেশন’ প্রক্রিয়া জারি রেখেছেন বাস্তবের ‘ভিকি ডোনার’।
পৃথিবী জুড়ে রয়েছে 550 সন্তান! তবে সন্তানদের মা অবশ্য ভিন্ন। এমনই কাণ্ড ঘটিয়েছেন জোনাথন জেকব মেইয়ার নামে এক ব্যক্তি। নিজের নাম বদল করেই চলেছে দীর্ঘ 15 বছর ধরে শুক্রাণু দান করেছেন তিনি। তবে সমগ্র বিষয়টি সামনে আসতেই গত এপ্রিল মাসে তাঁকে শুক্রাণু দান করা থেকে বিরত থাকতে নির্দেশ দেয় আদালত। এমনকী নির্দেশ অমান্য করলে তাঁকে 90 লক্ষেরও বেশি টাকা জরিমানা দিতে হবে বলেও জানিয়েছিল আদালত। কিন্তু তারপরও থামেননি তিনি।
পৃথিবীর বিভিন্ন প্রান্তে জোনাথনের সন্তানরা রয়েছে। যার মধ্যে নেদারল্যান্ডে 375 জন, জার্মানিতে 80, বেলজিয়ামে 35, আর্জেন্টিনায় চারজন এবং অস্ট্রেলিয়ায় দুইজন শিশুর বাবা জোনাথন। সন্তান ধারণে সমস্যা রয়েছে কিংবা যাদের পুরুষ সঙ্গী নেই কিংবা পুরুষ সঙ্গীর বন্ধ্যাত্ব রয়েছে, পৃথিবী জুড়ে এমন মহিলাদের শুক্রাণু দিয়েছেন জেকব। আর সবটাই হয়েছে নিজের নাম বদল করে। এমনকী আদালতের নির্দেশের পরও সক্রিয় শুক্রাণু দাতা থাকার জন্য তিনি সন্তান হওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে এমন মহিলা কিংবা যুগলদের ফেসবুক গ্রুপে যোগদান করেছেন।
নেদারল্যান্ডসের দ্য হেগ শহরে থাকেন জোনাথন। পেশায় সঙ্গীতশিল্পী হলেও জোনাথনের নেশা বাবা হওয়ার। 2007 সাল থেকে শুক্রাণু দান করতে শুরু করে জোনাথন। নিজের নাম বদল করে কমপক্ষে 13 টি ক্লিনিকে শুক্রাণু দান করেছেন তিনি। এমনকী কিছু ক্ষেত্রে তিনি বিনামূল্যেও শুক্রাণু দান করেছেন। এপ্রসঙ্গে তাঁর দাবি, ‘আমি জীবনে অর্থবহ কিছু করতে চেয়েছিলাম। মহিলাদের মিথ্যে বলে ভুল করেছি। কিন্তু আমি আসলে তাঁদের সাহায্য করতে চেয়েছিলাম।’ এমনকী তিনি তাঁর অসংখ্য সন্তানদের সঙ্গে দেখা করতেও ইচ্ছুক বলে জানিয়েছেন।
অতীতে কত সংখ্যক শিশুর জন্ম দিয়েছেন, সে ব্যাপারে অন্ধকারে রেখেই শুক্রাণু দান করেছেন জেকব। ফলে শতাধিক সন্তানরা বিড়ম্বনায় পড়েছে বলে জেকবের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাসে মামলা দায়ের হয়। সেই মামলায় জোনাথনকে শুক্রাণু দানে নিষেধাজ্ঞা জারি করে নেদারল্যান্ডের আদালত। কিন্তু সম্প্রতি সেই নির্দেশও তিনি মানছেন না বলে অভিযোগ উঠেছে। যদিও জেকবের দাবি, তাঁর থেকে সন্তান আছে এমন মহিলাদেরই তিনি শুধু এখন শুক্রাণু দান করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।