জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গায় মোবাইলফোনে গেমস খেলতে বাধা দেওয়ায় নামাজরত বাবাকে ছুরিকাঘাতে হত্যা করেছে কিশোর পুত্র মোহাম্মদ রিফাত (১৭)। নিহতের নাম একেএম রিন্টু (৫২)।
Advertisement
শনিবার (২২ মার্চ) রাত ৮টার দিকে শহরের পলাশপাড়ায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঘাতক ছেলেকে পুলিশ হেফাজতে নিয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খালেদুর রহমান জানান, ছেলের হাতে বাবা খুন হয়েছে জানার পর তারা ঘটনাস্থলে যান।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, সন্ধ্যার পর ছেলে রিফাত মোবাইলফোনে ভিডিও গেমস খেলছিল। বাবা রিন্টু ছেলের কাছ থেকে মোবাইলফোনটি কেড়ে নেয়। এর কিছুক্ষণ পর তিনি এশার নামাজ আদায় করছিলেন। হঠাৎ ছেলে রিফাত পেছন থেকে বাবাকে ছুরিকাঘাত করে। মারাত্মক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।