জুমবাংলা ডেস্ক : নড়াইলের লোহাগড়া উপজেলা পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. নাইমুর রহমান আরমানের বিরুদ্ধে তার বাবা মো. জিয়াউর রহমান সাংবাদ সম্মেলন করেছেন। শনিবার (১৬ এপ্রিল) দুপুরে ওই পিতা তার ছেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন।লিখিত বক্ত্যবে মোঃ জিয়াউর রহমান বলেন গত ৯ মাস পূর্বে লোহাগড়া পৌর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়, এবং ওই সময় আমার ছেলে আরমানকে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। তারপর থেকে অদ্যবদি পর্যন্ত আমার ছেলে ঊশৃংখল জীবন যাপন করছে।
তিনি আরো বলেন গত ১৫ এপ্রিল সন্ধায় লোহাগড়ার পৌর এলাকার কুন্দশী গ্ৰামের প্রাইমারী স্কুলের সামনে ৩ রাস্তা মোড়ে অবস্থান কালে হঠাৎ করে আমার ছেলে নাইমুর রহমান আরমান এসে আমাকে অকর্থ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক লাঞ্ছনা সহ জীবন নাসের হুমকি দেয়। তখন আমার প্রতিবেশী বড় ভাই সিরাজ বিশ্বাসকে ও গলা ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং সেভেন গিয়ার ও চাইনিজ কুড়াল দিয়ে খুন করার হুমকি দেয়।
সাংবাদিকদের মাধ্যমে তিনি নড়াইল জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে বিনিত অনুরোধ জানান দলীয় ভাবমূর্তি রক্ষার্থে তিনার ছেলেকে লোহাগড়া পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হোক।
উক্ত ঘটনায় আমি কোন উপায় অন্ত না পেয়ে লোহাগড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন সাহেবকে লিখিতভাবে অবগত করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।