বিনোদন ডেস্ক: ‘দঙ্গল’ ছবিতে অভিনয় করার পর থেকেই ফাতিমা সানা শেখকে নিয়ে আমির খানের সম্পর্কের গুজব শোনা গিয়েছিল বলি পাড়ায়। ‘দঙ্গল’ ছাড়াও ‘ঠগস অব হিন্দুস্তান’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন দুইজনে।
যদিও ফাতিমার অভিনেত্রী হিসাবে প্রথম আত্মপ্রকাশ ১৯৯৭ সালে ‘চাচি ৪২০’ ছবির মাধ্যমে। যদিও সেই সময়ে ফাতিমা ছিলেন শিশুশিল্পী। তার বহু বছর পর ববিতা ফোগাতের চরিত্রে ‘দঙ্গল’ ছবিতে দেখা যায় তাকে। তারপর ‘লুডো-র মতো ছবিতে কাজ করেছেন। এছাড়াও ‘মর্ডান লাভ মুাম্বই’ সিরিজ়ে লালির চরিত্রে প্রশংসিত হয়েছেন অভিনেত্রী।
এতগুলো বছর কেটে গেলেও এখনও মুম্বাইতে কষ্ট করেই নাকি জীবন কাটাচ্ছেন তিনি। নিম্ন মধ্যবিত্ত পরিবারে জন্ম। এক কামরার ঘরে থাকতেন। সেখানে ঘরের মধ্যেই রান্নার জায়গা আর এক কোণে একটা স্নানঘর। মূলত একটা আবাসনের একেবারে নীচে গাড়ি পার্কিংয়ের জায়গার এক ধারে একটা ঘরে থাকতেন।
এভাবে কেটেছে ফাতিমার শৈশব। বড় হয়ে অভিনয়কেই পেশা হিসেবে বেছে নেন তিনি। ফাতিমার কথায়, ‘‘আসলে অভিনেতাদের জীবন মানেই সকলে ভাবেন বিরাট বড় বাড়ি, বড় গাড়ি, স্বচ্ছল জীবন। আমি কিন্তু এখনও মুম্বাইতে ভাড়া বাড়িতেই থাকি। তবু নিজেকে নিয়ে গর্বিত।’’
ফাতিমা জানান অভিনেতাদের জীবনটাই এমন, শুধু চাকচিক্যই শেষ কথা নয়। ফতিমাকে খুব শীঘ্রই দেখা যাবে মেঘনা গুলজার পরিচালিত ‘স্যাম বাহাদূর’ ছবিতে। ১৯৯২ সালে হায়দ্রাবাদে জন্ম গ্রহণ করেন ফাতিমা। তার বাবার নাম বিপেন শর্মা ও মায়ের নাম তাবাসসুম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।