বিনোদন ডেস্ক : বলিউড সুপারস্টার আমির খান ব্যক্তিগত জীবন নিয়ে বেশ আলোচনায় থাকেন। দঙ্গল নায়িকা ফাতিমা সানা শেখের সঙ্গে তার সম্পর্কের কথা কারও অজানা নয়। এবার গুঞ্জন উঠেছে দক্ষিণী অভিনেতা বিজয় বর্মার সঙ্গে ফাতিমা প্রেমের সম্পর্কে জড়িয়েছেন।
এবার বলিউড পাড়ায় ছড়িয়ে পড়া গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি তার নতুন ছবি ‘আপ জ্যায়সা কোই’-এর ট্রেলার মুক্তির অনুষ্ঠানে এসে নিজের সম্পর্ক নিয়ে কথা বলেন ফাতিমা।
অনুষ্ঠানে তাকে সরাসরি প্রশ্ন করা হয় সম্পর্কের ব্যাপারে। উত্তরে ফাতিমা স্পষ্ট জানান, তিনি আপাতত একাই রয়েছেন। পাশাপাশি সফল সম্পর্কের চাবিকাঠি ঠিক কী? সেই উত্তরও দিয়েছেন।
অভিনেত্রীর কথায়, “যেখানে দু’জন মানুষ একে অপরকে সম্মান করেন এবং পরস্পরের মতামত শোনেন। সেটাই সুস্থ সম্পর্ক। সম্পর্কে থাকার অর্থ নিজেকে হারিয়ে ফেলা নয়, বরং একসঙ্গে সেই সম্পর্ককে মজবুত করা। আমার মতে, এটাই সফল সম্পর্কের আসল চাবিকাঠি।”
এ তো গেল ছবির কথা। বাস্তব জীবনে এমন মনের মতো পুরুষের সন্ধান পেয়েছেন কি? প্রশ্ন শুনেই হেসে ফেলেন ফাতিমা। তার উত্তর, তেমন পুরুষ বাস্তব জীবনে মেলাই ভার! অন্তত আমার জীবনে তো নেই।
রসিকতা করে তিনি আরও জানান, ভালো ছেলেরা কেবল সিনেমাতেই থাকে। তার কথায়,“আচ্ছে লড়কে হ্যায় হি নাই ইয়ার.. কোই ভি নহি হ্যায় (মেরি লাইফ মে)। ফিল্মো মে আচ্ছে হোতে হ্যায়।” (ভাল ছেলে আর নেই… কেউই নেই (আমার জীবনে)। সিনেমাতেই ভাল ছেলে থাকে।)
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।