লাইফস্টাইল ডেস্ক : ব্যস্ততার জীবনে আমাদের সঙ্গে অনেকের পরিচয় হয়। এদের মধ্যে কিছু লোকের স্বভাব, মতিগতি বুঝতে পারলেও এমনও কিছু মানুষ রয়েছে যাদের স্বভাব-চরিত্র (character) সম্পর্কে তেমন কিছুই বোঝা যায় না। তবে যদি ওই ব্যক্তির পছন্দের রঙ সম্পর্কে জানা যায়, তাহলে তার স্বভাব চরিত্র সম্পর্কে অনেকটাই ধারণা করা যেতে পারে। জ্যোতিষশাস্ত্রে (astrology) এমনই কয়েকটি রংয়ের উল্লেখ করা আছে।
সাদা রঙ (white color): যদি কারো পছন্দের রং সাদা হয়, তাহলে বুঝতে হবে এরা শান্তিপ্রিয়, বুদ্ধিমান, নম্র-ভদ্র স্বভাবের। এরা সহজেই মানুষের সাথে মিশে যান এবং এডজাস্ট করে চলতে পারেন। এদের কাউকে বোঝানোর ক্ষমতা অসাধারণ। তবে এরা অন্যকে খুশি করতে চাইলেও এদের মনে সুখ থাকেনা এবং প্রেমে বারবার ব্যর্থ হন।
নীল রঙ (blue color): যদি কারোর পছন্দের রং নীল হয়, তাহলে এমন ব্যক্তিরা অবজ্ঞায় পরিপূর্ণ থাকেন এবং চট করে মেজাজ হারিয়ে ফেলার মানসিকতা দেখা দেয়। এরা আনন্দের সময় যেমন উচ্ছ্বাস করেন আবার দুঃখের সময় খুবই ভেঙে পড়েন। এদের সকলকে নিয়ে একসাথে চলার মানসিকতা থাকলেও তা হয়ে ওঠেনা।
লাল রঙ (red color): লাল রঙ পছন্দ করা ব্যক্তিরা সৎ, আনন্দপ্রীয় এবং উৎসাহী প্রকৃতির হন। তবে এরা খুবই চাপা স্বভাবের এবং মনের দুঃখের কথা কারও কাছে প্রকাশ করেন না। তবে এরা যশস্বী হয়ে থাকেন।
সবুজ রঙ (green color): সবুজ রঙ পছন্দ করা ব্যক্তিরা সবসময় সতেজ হয়ে থাকে। এই ধরনের মানুষেরা শান্ত এবং বুদ্ধিমান হন। এরা সবসময় উচ্ছ্বাসপূর্ণ জীবন যাপন করতে ভালোবাসেন। তবে চাকরি-বাকরির চেয়ে এদের ব্যবসার হাত খুবই ভালো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।