স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের চেতনা নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার মতো উইকেট বটে, এর পক্ষে-বিপক্ষে নানা মত থাকবে নিশ্চিত। মানকাডিংয়ের মতো এ উইকেটেও যে ব্যাটে-বলে লড়াইয়ের কিছু নেই। এমনই এক উইকেট নিয়ে আজ আন্তর্জাতিক ক্রিকেটে ইতিহাস গড়েছেন সাকিব আল হাসান ও বাংলাদেশ।
শ্রীলঙ্কার বিপক্ষে দিল্লিতে আজ টস জিতে আগে বোলিং নিয়েছে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটে-বলের লড়াইয়ে দারুণ সমতা। শ্রীলঙ্কা রান পেয়েছে, বাংলাদেশও উইকেট তুলে নিয়েছে নিয়মিত বিরতিতে। এর মধ্যে ২৫তম ওভারে ঘটল ওই ঘটনা।
ওভারের প্রথম বলে সাকিবকে চার মেরে দ্বিতীয় বলেই স্কয়ার লেগ বাউন্ডারিতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান সাদিরা সামারাবিক্রমা। শ্রীলঙ্কা চতুর্থ উইকেট হারায় ১৩৫ রানে। কিন্তু এর মিনিট দু-তিনেক যেতেই বলের ঘরে ২৪.২-ই থাকল, কিন্তু শ্রীলঙ্কা হয়ে গেল ১৩৫/৫! কারণ, টাইমড আউট হয়ে গেছেন শ্রীলঙ্কার নতুন ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথুস! আন্তর্জাতিক ক্রিকেটের ১৪৬ বছরের ইতিহাসে এমন আউট কখনো হয়নি!
কীভাবে আউট হলেন ম্যাথুস? নিয়ম অনুযায়ী, একটি উইকেট পড়ার পর নতুন ব্যাটসম্যানকে দুই মিনিটের মধ্যে ক্রিজে এসে বল খেলার মতো অবস্থায় যেতে হয়। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ বছরের অভিজ্ঞ ম্যাথুস নামার সময় একটু ভুল হয়ে গেল, একটা ছেঁড়া হেলমেট নিয়ে নামলেন। ক্রিজে যাওয়ার পর সেটা খেয়াল করেছেন, আরেকটি হেলমেট পাঠানোর জন্য সঙ্গে সঙ্গেই ড্রেসিংরুমে আওয়াজ পাঠান।
বদলি একজন খেলোয়াড় হেলমেট নিয়ে নামলেন, ম্যাথুস সেটি নিয়ে দেখছিলেন। এর মধ্যে আম্পায়ার ডেকে পাঠালেন, কারণ বোলিং দল, অর্থাৎ বাংলাদেশ টাইমড আউটের আবেদন করেছে! এবং ক্রিকেটের নিয়ম অনুযায়ী এটি আউট।
ফাও উইকেট বটে, তবে ইতিহাস হয়ে গেল বাংলাদেশের। এই প্রতিবেদন লেখার সময়ে শ্রীলঙ্কার রান ৩১ ওভারে ৪ উইকেটে ১৬৯। আসালঙ্কা ফিফটি পেয়ে গেছেন, ব্যাট করছেন ৫২ রানে। ধনাঞ্জয়া ডি সিলভার রান ৯*।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।