ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেছেন, ২৪ পরবর্তী সময়ে আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। এর বাইরে মুক্তি সম্ভব নয়।
শনিবার (৪ অক্টোবর) ইসলামি আন্দোলন বাংলাদেশের এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।
ফয়জুল করিম বলেন, ভাষার কারণে দেশ ভাগ হয়নি, এদেশ ভাগ হয়েছে মুসলমানদের জন্য। ৪৭ এ মুসলমানদের জন্য এই দেশ স্বাধীন হয়েছিল। ৭১-এ দেশ আলাদা হয়েছে, স্বাধীন হয়েছে ৪৭-এ। যার কারণে লাল সবুজের পতাকা উড়াতে সক্ষম হয়েছি আমরা। ৭১ পরবর্তী যারাই এদেশ শাসন করেছে, তারা কেউই ইসলামকে বাস্তবায়নের চিন্তা করেনি।
তিনি আরও বলেন, ২৪ পরবর্তী সময়ে আমরা এদেশে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে চাই। ইসলামের মধ্যেই রয়েছে মুক্তি। এর বাইরে মুক্তি সম্ভব নয়।
ইসলামি আন্দোলন বাংলাদেশের এ নেতা বলেন, আজকে যারা ক্ষমতায় যেতে চায়, তারা ক্ষমতায় যাওয়ার আগেই ইসলামের বিরুদ্ধে কথা বলছে। মুসলমানদের চেতনাকে ধ্বংস করতে পারলে এই দেশে মুসলমানদের স্বাধীনতা থাকবে না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।