জুমবাংলা ডেস্ক : দীর্ঘ প্রায় ২৩ বছর আগে নিখোঁজ হওয়া ফজিলা খাতুন নেসা (৫৫) নামে এক বাংলাদেশি নাগরিক ভারত থেকে দেশে ফিরেছেন। শুক্রবার (২৩ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া চেকপোস্ট দিয়ে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করে বাংলাদেশ হাইকমিশন।
ফজিলা ঝিনাইদহ জেলার বিশায়কহালি এলাকার খাইবার আলীর মেয়ে।
সহকারী হাইকমিশনার (আগরতলা) আরিফ মোহাম্মদ জানান, প্রায় ২৩ বছর আগে ফজিলা বাড়ি থেকে নিখোঁজ হন। তিনি কীভাবে ভারতে পৌঁছান সেটি স্পষ্ট করে জানা যায়নি। তবে ভারতে তিনি মানসিক ভারসাম্যহীন অবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আটক হন।
পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে আগরতলার একটি মানসিক চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসা শেষে সুস্থ হওয়ার পর পরিচয় শনাক্ত করে ফজিলাকে দেশে ফেরত পাঠানোর জন্য উদ্যোগ নেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।