বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্রের ‘আতুরঘর’ খ্যাত এফডিসি এখন ভূতের আখড়া বলে মন্তব্য করেছেন ঢাকাই সিনেমার এক সময়ের তুমুল জনপ্রিয় অভনেতা রিয়াজ। শনিবার (১৭ জুন) দুপুরে শিল্পকলা একাডেমিতে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ আয়োজিত ‘টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে নাটকে অশ্লীলতার আগ্রাসন ও আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় অতিথি হিসিবে উপস্থিত হয়ে তিনি এসব কথা বলেন।
এফডিসির এমন পরিস্থিতির জন্য অশ্লীলতাকে দায়ী করেন রিয়াজ। অভিনেতার মতে, ‘এসবের পেছনে অশ্লীলতা দায়ী। এখন নাটকেও অশ্লীলতা ঢুকে গেছে।’ এক সময়ের জনপ্রিয় এ নায়ক বলেন, ‘নাটকে যেভাবে কাপড় খুলছে সবাই, কদিন পর চামড়া খোলা ছাড়া আর কিছু বাকী থাকবে না। নাটকে সরকারি হস্তক্ষেপ নয়, পরিচালকদের হস্তক্ষেপ বেশি দরকার। অশ্লীলতা নিয়ন্ত্রণে দরকার হলে কঠিন পদক্ষেপ নিতে হবে আমাদের।’
অনুষ্ঠানে যোগ দিয়ে বরেণ্য অভিনেতা মামুনুর রশীদ তার বক্তব্যে বলেন, ‘সব জায়গা নষ্ট হয়ে গেছে। দুর্নীতি দিয়ে ভরে গেছে। কয়দিন পর টাকা ছাড়া লিফটেও ওঠা যাবে না। টিভি চ্যানেলগুলো এখন রাক্ষস হয়ে গেছে। ভিউয়ের নামে এখন প্রতিদিন তাদের খাদ্য দরকার হয়। সব অদক্ষ এসব দখল করে আছে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।