বিনোদন ডেস্ক : এফডিসির ভেতর থেকে অভিনেত্রী অরুণা বিশ্বাসের ব্যাগ চুরি হয়েছে। ব্যাগের ভেতর আইফোন, স্যামসাং ফোন, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। শুক্রবার সকালে বিষয়টি জানিয়েছেন অরুণা বিশ্বাস।
বৃহস্পতিবার এফডিসিতে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ ঘটনা ঘটে বলে জানালেন গুণী এই অভিনেত্রী।
এফডিসির ৭ নম্বর ফ্লোরে এ ঘটনা ঘটেছে জানিয়ে অরুণা বিশ্বাস বললেন, ‘গতকাল তথ্য মন্ত্রণালয় ও এফডিসির যৌথ আয়োজনের একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলাম। অনুষ্ঠান শুরুর আগে টেলিভিশন চ্যানেলগুলো আমার একটা বক্তব্য নিতে চাওয়ায় আমি তাদের সঙ্গে কথা বলছিলাম। ব্যাগটা অঞ্জনা আপাকে বলে পাশেই রেখেছিলাম। কথা বলে শেষ করে দেখি ব্যাগ নেই।’
ব্যাগে অনেক গুরুত্বপূর্ণ জিনিস ছিল। সেসব হারিয়ে এখন বেশ বিপদেই পড়েছেন। অরুণা বিশ্বাস বললেন, ‘ওই ব্যাগে একটি আইফোন ১১, স্যামসাং এ ৫২, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, বাসার বিভিন্ন চাবি ও অনেকগুলো গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ছিল। ’
এফডিসির ভেতরে ইউটিউবার ও সাধারণের অবাধ যাতায়াতের সমালোচনা করে বলেন, ‘এফডিসিতে এত ইউটিউবার বেড়েছে। ঢুকতে না পারলে একটা ক্যামেরা কোত্থেকে নিয়ে আসে। এভাবে অনেক বহিরাগত ঢুকে পড়ছে। ফলে এমন ঘটনা ঘটতে পারল। ’
এফডিসিতে কারা ঢুকছে, কাদের সহায়তায় ঢুকছে এসব তদারকি করা দরকার, না হলে আরো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে বলে জানালেন অভিনেত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।