যেমন লুকস তেমন ফিচারস, বাজার কাঁপাতে দুটি অ্যাডভেঞ্চার গাড়ি লঞ্চ করছে Hyundai

SUV Exter

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : স্টাইলিশ গাড়ি লঞ্চ করার জন্যই মূলত বিখ্যাত ‘Hyundai’। আর এবার শোনা যাচ্ছে খুব শীঘ্রই তারা তাদের ‘Creta’ এবং ‘Alcazar’ গাড়ির অ্যাডভেঞ্চার এডিশন লঞ্চ করতে চলেছে। দুটি গাড়িতেই রেঞ্জার খাকি রং উপলব্ধ থাকবে। এই রং তারা প্রথমবার লঞ্চ করেছিল তাদের ‘SUV Exter’ এর সাথে। পাশাপাশি জানা গিয়েছে ইঞ্জিন এবং পারফরম্যান্সের দিক দিয়ে নতুন এডিশনে কোনো পরিবর্তন থাকবে না।

SUV Exter

সংস্থার তরফ থেকে জানানো হয়েছে দুটি গাড়ি চলতি বছরের সেপ্টেম্বর মাসে লঞ্চ হবে। যদিও এখনো পর্যন্ত সঠিক তারিখ প্রকাশ্যে আনা হয়নি। তবে মনে করা হচ্ছে উৎসবের মরশুমকে মাথায় রেখেই লঞ্চের তারিখ ঠিক করা হবে। এই নতুন এডিশনগুলিতে কালো রংয়ের রূফ, গ্রিল এবং চাকা দেওয়া হবে। যা গাড়িটিকে ভীষণই আকর্ষণীয় করে তুলবে। সম্প্রতি গাড়ির বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে যা বেজায় পছন্দ করেছেন দর্শকেরা।

অন্যদিকে বর্তমানে ‘Creta’তে উপলব্ধ রয়েছে ১.৫ লিটারের ইঞ্জিন। যা ১১৩ বিএইচপি শক্তি এবং ১৪৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। মাইলেজ পাওয়া যায় ২১ কিলোমিটার প্রতি লিটার। রয়েছে ৬ স্পীড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন। এছাড়াও এই গাড়িটিতে ৪৫৮ লিটার বুট স্পেস দেওয়া হয়েছে।

রুটির বদলে সহজে বানান আলুর পরোটা

যার দ্বারা এটাই স্পষ্ট যে জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে এটি ভীষণই সুবিধাজনক হয়। অন্যান্য ফিচার্স দেখতে গেলে রয়েছে ১০.২৫ ইঞ্চি ইনফোটেইনমেন্ট সিস্টেম। এছাড়া এবিএস সিস্টেম। এই গাড়িটি ছটি একক রং এবং একটি দ্বৈত রঙে উপলব্ধ রয়েছে। বর্তমানে এই গাড়িটির প্রারম্ভিক মূল্য ১০.৮৭ লক্ষ টাকা।