আন্তর্জাতিক ডেস্ক : শীতের কাঁপুনি কাটিয়ে ফেব্রুয়ারিতে বহুদিন ধরে পড়ে থাকা সাংসারিক নানান কাজ শেষ করতে অনেকেই নানা ধরণের উদ্যোগ নেন। তেমনই ব্যাংকে গিয়েও বহু কাজ করার থাকে অনেকের। তবে ফেব্রুয়ারিতে ব্যাংকে গিয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার থাকলে আগেই দেখে নিন ফেব্রুয়ারি মাসে কতদিন ব্যাংক বন্ধ থাকতে চলেছে।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকের ছুটির যে তালিকা প্রকাশ করেছে তাতে দেখা গেছে, ফেব্রুয়ারি মাসে ১১ দিন বন্ধ থাকবে ব্যাংক। আসন্ন মাসে শুধু ১৮ দিন খোলা থাকবে ব্যাংক। এই ১১ দিনের ছুটির মধ্যে ৪টি রবিবার ও দ্বিতীয় ও চতুর্থ শনিবার থাকতে চলেছে।
ফেব্রুয়ারির ৪ তারিখ রবিবার, সেদিন সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। এরপর ১০ ফেব্রুয়ারি দ্বিতীয় শনিবার হওয়ায় সারাদেশে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে। এছাড়াও লোসার উদযাপন করা হয় গ্যাংটকে। এরপর ১১ ফেব্রুয়ারি পড়ছে রবিবার, তাই সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ১৪ ফেব্রুয়ারি রয়েছে সরস্বতী পুজা। সরস্বতী পুজার দিন ত্রিপুরা, ওড়িশা এবং পশ্চিমবঙ্গে সমস্ত ব্যাংক বন্ধ থাকবে।
৫ ফেব্রুয়ারি লুই-এনগাই-নি এর জন্য মণিপুরের ব্যাংকগুলো বন্ধ থাকবে। ১৮ ফেব্রুয়ারি রবিবার, তাই সারা দেশে ব্যাংকগুলো বন্ধ থাকবে। ১৯ ফেব্রুয়ারি ছত্রপতি শিবাজি জয়ন্তীর কারণে মহারাষ্ট্রের ব্যাংক ছুটিতে থাকবে।
ফেব্রুয়ারির শেষভাগে ২০ ফেব্রুয়ারি পড়ছে মঙ্গলবার। সেদিন মিজোরাম এবং অরুণাচল প্রদেশে রাজ্য দিবসের স্মরণে ব্যাংক ছুটি। ২৪ ফেব্রুয়ারি পড়ছে শনিবার। সেই দিনটি মাসের চতুর্থ শনিবার হওয়ায় সারা দেশে ব্যাংক বন্ধ থাকবে। ২৫ ফেব্রুয়ারি রয়েছে এটি রবিবার, তাই সারা দেশে ব্যাংকগুলি বন্ধ থাকবে। ২৬ ফেব্রুয়ারি রয়েছে অরুণাচল প্রদেশে ন্যাকুমের কারণে ব্যাংক ছুটি।
উল্লেখ্য, দেশের ব্যাংকগুলিতে ছুটির দিন নির্ধারিত হয় আরবিআইয়ের দ্বারা। বহু রাজ্যে রাজ্য নির্দিষ্ট কিছু উৎসবের ভিত্তিতে সেই রাজ্যে ছুটি থাকে ব্যাঙ্কগুলিতে। আবার জাতীয় ছুটির ভিত্তিতেও দেশ জুড়ে ব্যাংগুলিতে ছুটি থাকে। এছাড়াও সাপ্তাহিক ছুটি থাকে। এদিকে, সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসে ব্যাংক বন্ধ থাকছে ১১ দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।