প্রখ্যাত টেলিভিশন উপস্থাপক ও রাজনৈতিক বিশ্লেষক জিল্লুর রহমান মনে করেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে বর্তমান সরকারের অধীনে কোনো গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও ঘনীভূত করবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি আলোচনায় তিনি এসব মন্তব্য করেন।
জিল্লুর রহমান বলেন, “আমি বহুবার বলেছি, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেটি প্রকৃত অর্থে নির্বাচন হবে না। বরং এই প্রক্রিয়া দেশের রাজনৈতিক সংকট আরও বাড়াবে।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে এবং দেশি-বিদেশি রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট একজন পর্যবেক্ষক হিসেবে আমি দেখছি—বাংলাদেশ যে পথে এগোচ্ছে, তাতে এই সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখছি না। আসলে নির্বাচনই দেখছি না।”
আলোচনায় আওয়ামী লীগের সাম্প্রতিক রাজনৈতিক দুরবস্থার কথাও তুলে ধরেন জিল্লুর রহমান। তিনি বলেন, “আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে নিজ দলটাকেই দুর্বল করে ফেলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসন, সেনাবাহিনী, পুলিশ—এই সকল প্রতিষ্ঠানের ওপর নির্ভর করে দলীয় কাঠামোকে উপেক্ষা করেছেন।”
তিনি আরও বলেন, “আমরা—আমি, নুরুল কবির, আসিফ নজরুল—অনেকবারই বিভিন্ন অনুষ্ঠানে বলেছি, আওয়ামী লীগ হয়তো আমাদের কথা ভালোভাবে নেয় না। কিন্তু তাদের বিপদের সময়েও আমরা কথা বলব। তাদের রাজনীতি করার সুযোগ থাকা উচিত। মানুষকেই সিদ্ধান্ত নিতে দিতে হবে।”
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত একটি আলাপচারিতার স্মৃতিচারণ করে জিল্লুর রহমান বলেন, “আমি শেখ হাসিনাকে একবার বলেছিলাম—আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি দলের দিকে নজর দিচ্ছেন না। তখন তিনি বলেছিলেন, ‘এরা অনেক কষ্ট করেছে, লেট দেম এনজয়।’ কিন্তু এখন প্রমাণিত—আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।