জুমবাংলা ডেস্ক : মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু তোলার অপরাধে ৩৫টি ড্রেজার মেশিন এবং আনুষঙ্গিক সরঞ্জামাদি জব্দ করেছে ফেনী বিজিবি।
সোমবার দুপুরে পরশুরাম উপজেলাধীন বাউরখুমা এলাকায় মুহুরী নদী থেকে এই অভিযান চালানো হয়।
ফেনী-৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মুহুরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে গঠিত একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে। পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার, ফেনী ব্যাটালিয়ন বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খানের নেতৃত্বে ২০ জন বিজিবি সদস্য, পরশুরাম থানার ওসিসহ পুলিশের একটি টহল দল অভিযানে অংশ নিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।